1/ 5


তৈমুর আলি খান। করিনা ও সইফের সন্তান। জন্মের পর থেকেই কিউটনেসের জন্য টিমটিম সকলের চোখের মণি। পাপারাৎজিরা তার ছবি তোলার জন্য সারাদিন ক্যামেরা তাক করে থাকেন।
2/ 5


এই তৈমুর সব সময় কিছু না কিছু চর্চায় থাকে। ছোট্ট তাতে কি তার কাণ্ডকারখানায় অবাক সকলেই। কখনও চিৎকার করে গাইছে জন্মদিনের গান। আবার কখনও ক্যামেরা তাক করতে দেখলেই 'নো নো' বলে চিৎকার করছে সে।
3/ 5


আবার কখনও তাঁকে দেখা যাচ্ছে বাবার সইফের সঙ্গে ক্ষেতের কাজ করতে। মন দিয়ে মাটি ঘাঁটছে সে। আবার কখনও হাতে খড়ের বোঝা নিয়ে যাচ্ছে।
4/ 5


হ্যাঁ, তৈমুরের হাতে খড়ের বোঝা। বাঁধা রয়েছে গরু। টেনে নিয়ে যাচ্ছে সে। এই ছবি আজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন করিনা কাপুর খান। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "কঠিন পরিশ্রমী ছেলে।"