

বলিউডের এখন একটাই চর্চার বিষয় করিনা ও অনুষ্কার মা হওয়ার খবর । কয়েকদিন আগেই অনুষ্কাকে দেখা গিয়েছে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সময় কাটাচ্ছেন বিরাটের সঙ্গে। কয়েক দিনের মধ্যেই সন্তানের জন্ম দেবেন তিনি। অন্য দিকে দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান। photo source collected


করিনা প্রেগন্যান্সির সময়টাতে মোটেও চুপটি করে বসে নেই। করছেন হাঁটাচলা। এমনকি আগের থেকে বেশি করছেন বাড়ির কাজ। নিজেই ছোট খাট কাজ একা সামলে নিচ্ছেন। এমন বেশ কিছু ভিডিও কয়েকদিনের মধ্যেই দেখা গিয়েছে যেখানে ব্যস্ত করিনা। photo source collected


মার্চ মাসে সন্তানের জন্ম দেবেন করিনা। এমনটাই খবর। তবে এই অবস্থাতেও যেমন থেমে নেই তাঁর কাজ, তেমনই তিনি কিন্তু পার্টি করতেও ছাড়ছেন না। আসলে এই সময়টায় আনন্দে থাকাটা খুব জরুরি। সন্তানের স্বাস্থ্যের জন্য মাকে হাসি খুশি থাকতেই হয়। photo source collected


আর সেই জন্যই নিজের মহিলা বাহিনীর সঙ্গে পার্টিতে মজলেন করিনা। এই পার্টির ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন বেবো। photo source collected