*আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আজ ১৩ এপ্রিল সকাল থেকেই।
2/ 9
*বুধবার সকালে মুম্বইয়ের পালি হিলসের 'বাস্তু' অ্যাপার্টমেন্টে গণেশ পুজো ছিল।এরপর শুরু হয়েছে তাঁদের মেহেন্দির অনুষ্ঠান।
3/ 9
*আলিয়া-রণবীরের মেহেন্দিতে অংশ নিতে 'বাস্তু'তে পৌঁছে যান করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর এবং তাঁর মেয়ে সামারা। রণবীর কাপুরের তুতো ভাই আরমান জৈন, আলিয়ার বাবা-মা, মহেশ ভাট এবং সোনি রাজদান, পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
4/ 9
*মেহেন্দির পরে আজই বসবে সঙ্গীতের আসর। রাত ১০টার পরে শুরু হবে অনুষ্ঠান। এরপর রাতে কাপুর এবং ভাট পরিবার একসঙ্গে নৈশভোজ সারবেন।
5/ 9
*মেহেন্দির অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন করিনা কাপুর, করিশ্মা কাপুর।