করণ জোহর। বলিউডের এই পরিচালককে চেনেন না এমন কে আছে? করণ জোহর মানেই রোমান্টিক ছবি। মানুষটাও রোমান্সে ভরা। ২৫ মে করণের জন্মদিন। photo source Instagram
2/ 5
৫০-এ পা রাখলেন কে-জো! কিন্তু তাঁকে দেখলে কে বলবে বয়স ৫০! ঝকঝকে মনে , চেহারায় সুপারহিট তিনি। সামনেই মুক্তি পাবে করণ প্রযোজিত ছবি 'যুগ যুগ জিও'। এখন তার প্রচারেই ব্যস্ত তিনি। তবে জন্মদিনের সকালটা ভালোবাসায় ভরালেন আলিয়া ভাট। photo source Instagram
3/ 5
করণ জোহরের ছবি দিয়েই প্রথম সিনেমা জগতে পা রাখেন আলিয়া ভাট। নিজের বাবা মহেশ ভাটের ছবি নয়। বরং করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-ই ছিল আলিয়ার জীবনের প্রথম ছবি। photo source Instagram
4/ 5
সেই থেকেই করণকে নিজের বাবার মতো মনে করেন আলিয়া ভাট। করণের জন্মদিনে ছবি পোস্ট করে আবেগে ভাসলেন নায়িকা! photo source Instagram
5/ 5
লিখলেন, " আমার দেখা সব থেকে সুন্দর আত্মা তুমি। তুমিই আমার বাবা! আমার প্রিয় বন্ধু! এবং আমার মেন্টর! তোমার ৫০ তম জন্মদিনে জানাই অনেক অনেক ভালোবাসা! আমি চাই সারা জীবন তোমাকে ভালোবাসা ঘিরে থাকুক। তুমি যা যা ডিসার্ভ করো সব কিছু যেন পেয়ে যাও।"