Home » Photo » entertainment » Kapil Sharmas Kids Trishaan and Anayra: চেনেন নাকি বলিউডের এই দুই খুদেকে? মিষ্টতায় পিছনে ফেলবে করিনা, অনুষ্কার সন্তানদেরও
Kapil Sharmas Kids Trishaan and Anayra: চেনেন নাকি বলিউডের এই দুই খুদেকে? মিষ্টতায় পিছনে ফেলবে করিনা, অনুষ্কার সন্তানদেরও
Kapil Sharmas Kids Trishaan and Anayra: চারিদিকে এখন ত্রিশান ও আনায়রাকে নিয়েই হচ্ছে কথা ! চিনে নিন এই সেলেব ভাই-বোনকে...
ত্রিশান এবং আনায়রা। ত্রিশানের বয়স এক বছর আর আনায়রার বয়স দু'বছর। ইতিমধ্যেই এই ভাই-বোন তাঁদের মিষ্টতায় জিতে নিয়েছেন মানুষের মন। কিন্তু জানেন কি এই দুই খুদের বাবার পরিচয়? photo source Instagram
2/ 5
ত্রিশান ও আনায়রার বাবার নাম কপিল শর্মা। বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার ছেলে মেয়ে। photo source Instagram
3/ 5
মাত্র এক বছরের ব্যবধানে দুই সন্তানের বাবা হয়েছেন কপিল। ২০১৮ সালে কপিল শর্মা বিয়ে করেন গিনি চত্রাথকে। মা, বউ ও দুই সন্তানকে তাঁর সুখের সংসার। photo source Instagram
4/ 5
কপিল শর্মার কমেডি শো এখন সব থেকে জনপ্রিয়। কপিল নাকি এই শো থেকে প্রতি শো পিছু কোটির অঙ্কে টাকা পান। যা নিয়ে মাঝে মধ্যেই চর্চা হতে শোনা যায়। photo source Instagram
5/ 5
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কপিল শর্মাকে নিয়ে একটি শো-সিরিজ। সেখানে কপিল মজার মজার কথা বলছেন। কপিল একবার নিজেই বলেছিলেন, যে তিনি জানতেন না মানুষকে হাসিয়েও টাকা রোজগার করা যায়! যদিও এ কথা সত্যি করে দেখিয়েছেন কপিল শর্মা। photo source Instagram