অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়৷ তিনি প্রায়ই ট্যুইটারে তাঁর ভক্ত এবং অনুসারীদের সঙ্গে বাক্যালাপ করেন। তবে বুধবার কৌতুক অভিনেতা তাঁর এক ভক্তের কাছে ক্ষমা চাইলেন৷ কপিলের সঙ্গে দেখা করতে লখনউ থেকে মুম্বাই আসেন অভিনেতা। কপিলকে তাঁর স্কেচ উপহার দিতে মুম্বই এসেছিলেন সেই ভক্ত। তবে দ্য কপিল শর্মা শো সেটে প্রবেশ করতে না দেওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন।
হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'দ্য কপিল শর্মা শো' (The Kapil Sharma Show)। এই কমেডি শো বর্তমানে অন্যান্য বিভিন্ন প্রোগ্রামকে পিছনে ফেলে দিয়েছে জনপ্রিয়তার লড়াইয়ে। দীর্ঘদিন ধরে এই শো এর টিআরপি ধরে রেখেছেন সঞ্চালক কপিল শর্মা (The Kapil Sharma Show)। তাঁর ভক্তের ট্যুইটটি কপিল শেয়ার করেছেন৷ ভালবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে অসুবিধার জন্য ক্ষমা চেয়েছেন।