1/ 7


বাবা ভারতীয় ক্রিকেটর ৷ দেশের প্রথম সারির ক্রিকেটার ও ক্যাপ্টেনদের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত ৷ তবে সন্তানের ওপর সেই ছাপ পড়ল না ৷ বলিউডে যোগ দিলেন তিনি ৷ আপাতত রণবীর সিং-এর একটি ছবির সহ-পরিচালক তিনি ৷ Photo Collected
2/ 7


কপিল দেব ৷ ভারতের সফল ক্রিকেটরদের মধ্য অন্যতম ৷ তাঁর মেয়ে আমিয়া দেব বলিউডে পা রাখলেন৷ Photo Collected
3/ 7


কপিল দেবকে তাঁকে নিয়ে ছবি হচ্ছে বলিউডে৷ খুব অদ্ভুত ভাবেই বাবাকে নিয়ে যে ছবি হচ্ছে বলিউডে তারই অংশ আমিয়া৷ Photo Collected
4/ 7


কপিল দেবকে নিয়ে ছবি তৈরি করছেন কবীর খান৷ ছবির নাম 83 ৷ নাম ভূমিকায় রণবীর সিং৷ এই ছবির সহকারীপরিচালক কপিল দেবের মেয়ে৷ Photo Collected
5/ 7


ছোট থেকেই কপিল কন্যা ছবির প্রতি আশক্তি ছিল৷ পরিবারের থেকেও কোন চাপ ছিল না খেলাধূলায় যোগদান করার ব্যাপারে৷ Photo Collected