

ভয়াবহ দুর্ঘটনার কবলে জনপ্রিয় কন্নড় অভিনেত্রী রোহিণী সিং। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রোহিণী, ভেঙে গিয়েছে শরীরের একাধিক হাড়।Representative image


বৃহস্পতিবার রাতে একটি জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন রোহিণী ও অভিনেতা জয় জগদীশের কন্যা অর্পিতা। জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন রোহিণী ও অর্পিতার এক বন্ধু। হাইওয়েতে আচমকাই নিয়মন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। গাড়ির সামনের দিকটি সম্পুর্ণ তুবড়ে যায়। স্থানীয়রা দুমড়ানো মোচড়ানো গাড়ি থেকে ৩ জনকে উদ্ধার করেন।


বেঙ্গালুরুর মাভাল্লিপুরার কাছে দুর্ঘটনাটি ঘটে। মারাত্মক জখম অবস্থায় রোহিণী ও অর্পিতাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন দু'জনে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ১-২ সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।