তিনি বলিউডের কুইন। অভিনয়ে তো মুগ্ধ করেছেনই। পাশাপাশি তাঁর বিতর্কিত অবতার নিয়েও আগ্রহী নেটিজেন। এবার এই নীল অফশোল্ডার ড্রেসে পারদ চড়ালেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। অফ শোল্ডার পোশাকে স্পষ্ট কঙ্গনার ক্লিভলাইন। চুল বাঁধার কায়দাতেও রয়েছে নাটকীয়তা। বর্তমানে অল্ট বালাজির রিয়্যালিটি শো লক আপ নিয়ে ব্যস্ত কঙ্গনা। অভিনেত্রীর কথায়, এটি অত্যাচারী খেল। এই অবতারে দেখা গিয়েছে কঙ্গনাকে। এক ভীষণ অত্যাচারী সঞ্চালিকা হিসেবেই দেখা যাচ্ছে তাঁকে। এ যেন সত্যিই কোনও রানি। ওয়াইন রেড গাউনে রয়্যাল সাজ কঙ্গনার (Kangana Ranaut)। আত্মবিশ্বাসের আর এক নাম কঙ্গনা রানাওয়াত। বিতর্ক তৈরি করতেও তিনি দক্ষ। নিজের মতামত পেশ করার সময়ে দুবার ভাবেন না কঙ্গনা। তার জন্যই বার বার বিতর্কে তিনি। যে কোনও হেয়ার স্টাইল, যে কোনও সাজেই যেন তিনি ফ্যাশনিস্তা। সাদা থ্রিপিস প্যান্টস্যুটে কঙ্গনা রানাওয়াত। রিয়্যালিটি শো-তেও যে তিনি নানা বিতর্কিত মন্তব্য করবেন, তা বলাই বাহুল্য। আসন্ন ছবি ধকাড় নিয়েও ব্যস্ত কঙ্গনা রানাওয়াত।