কঙ্গনা সম্প্রতি তাঁর বোনপো-র সঙ্গে ছবি পোস্ট করেছেন৷ যেখানে কঙ্গনা তাঁর বোনপো-কে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়েছেন৷ আর সেই ছবি দেখেই নেটিজেনরা যাচ্ছে তাই বলে চলেছেন ৷ তবে কঙ্গনা সেই ছবি পোস্ট করে লিখলেন, ‘আমি যখন শ্যুটিংয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে আসছি ৷ তখন আমাকে বলল, তুমি থেকে যাও ৷ আমি যখন বললাম, না বাবু আমার কাজ আছে, তখন কিছুক্ষণ চুপ করে বসে থেকে আমার কোলে উঠে বলল, দুমিনিট তাহলে আমাকে কোলে নিয়ে বসে থাকো ! এটা ভাবলে, এখনও আমার চোখে জল আসছে ...’