

বলিউডে ঠোঁট কাটা নায়িকাদের তালিকায় সবার প্রথমেই নাম আসে কঙ্গনা রানাওয়াতের ৷ তাঁর ‘ভোকাল’ হওয়ার কারণে, প্রথম থেকেই বলিউডের তাবড়দের চক্ষুশূল তিনি৷ আর এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হওয়ার পর থেকে কঙ্গনা যেভাবে এগিয়ে এসেছেন, তাতে শত্রুতা আরও বেড়েছে বলাই যায়


করণের শো-তে এসে নেপোটিজম নিয়ে স্পষ্টই মুখ খুলেছিলেন কঙ্গনা৷ তারপর তো বিতর্ক আগুনের মতো ছড়িয়ে পড়ে গোটা বলিউডে ৷ সঙ্গে হৃতিক ইস্যুতে তো কঙ্গনা বরাবরই কড়া মন্তব্য করে গিয়েছেন ৷


কিন্তু সব কিছুর ওপরেই যেন সুশান্তের মৃত্যু তদন্তে কঙ্গনার অংশ নেওয়া ৷ যা কিনা কঙ্গনার ফ্যান ফলোয়িং বাড়ালেও বলিউডে শত্রুতার জন্ম দিয়েছে ৷


সেটি টের পেয়েছেন কঙ্গনা রানাওয়াতও ৷ আর তাই তো এবার ট্যুইট করে নায়িকা জানালেন তাঁর মনের কথা ৷


টিম কঙ্গনা রানাওয়াত ট্যুইটর হ্যান্ডেলে কঙ্গনা ট্যুইট করে লিখলেন, ‘আমার বন্ধুদের জানাচ্ছি৷ আমার প্রতিবাদ করাটা অনেকেই ভাল চোখে দেখছেন না ৷ বিশেষ করে মুভি মাফিয়ারা ৷ আমি জানি এখানে আমার সময় শেষ হয়ে এসেছে ৷ যখন তখন আমার ট্যুইটার সাসপেন্ড হতে পারে ৷ তবুও আমি এই সময়টার সুযোগ নেব এবং প্রতিবাদ করে যাব !’