সেই সুশান্ত সিং রাজপুতের মৃটভু থেকে শুরু! এরপর প্রায় নিত্যদিনই কোনও না বিতকঘে জড়িয়ে পড়ছেন বলিটাউনের কছুইন কঙ্গনা রানাওয়াত! তাঁর আক্রমণের তালিকাআয় কে আছেন আর কে নেই? তবে শুধু বিতর্কই নয়! নয়া স্টাইল স্টেটমেন্ট তৈরিতেই কঙ্গনার জুরি মেলা ভার! নিওন গ্রিন বডি হাগিং ডগরেস, একই রং-এর পেনসিল হিল-এ আগুন জ্বালালেন সুন্দরী
'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' দেখে আলিয়ার প্রশংসা করেছিলেন কঙ্গনা রানাওয়াত। সপ্তাহান্তে সঞ্জয় লীলা ভন্সালীর ছবির ব্যবসা করে ৩৯ কোটি! সোমবার সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই কঙ্গনার কটাক্ষের নিশানায় পর্দার 'গঙ্গুবাই'। অভিনেত্রীর দাবি, নামী পরিচালক, কোনও পরচার ছাড়াই তাঁর ‘মণিকর্ণিকা’ মাত্র তিন দিনে ছুঁয়েছিল ৪৩ কোটি!
‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র মুক্তির আগে নেটমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ‘ছোট আলিয়া ভট্ট’ নামে পরিচিত কিয়ারা খান্না ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-এ আলিয়ার একটি দৃশ্য অনুকরণ করে নেটমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। দেখা যায়, কিয়ারা আলিয়া ভট্টের ভঙ্গিমায় কথা বলছে, তার মুখে বিড়ির বদলে দেশলাই। ভিডিওটি দেখেই বেজায় চটেছেন কঙ্গনা। কঙ্গনার প্রশ্ন, ‘দেশ জুড়ে শত শত শিশুকে যেখানে যৌন হেনস্থা করা হয়, সেখানে বিড়ি মুখে নিয়ে অশ্লীল সংলাপ বলছেন, এমন এক জন যৌনকর্মীর চরিত্রের অংশ কি এক শিশুর অনুকরণ করা উচিত?’