

টেলিভিশনের অন্যতম বিতর্কিত শো বিগবস। আর সেই শো থেকে বেরিয়ে যাওয়ার মূল্য ২ কোটি টাকা। অবাক হচ্ছেন! তবে এটাই সত্যি। এবারের সিজনের অন্যতন প্রতিযোগী জসমিন ভাসিন নাকি স্বেচ্ছায় বিগবস থেকে বেরিয়ে যেতে প্রস্তুত। আর চুক্তি ভাঙার জন্য তাঁকে তাই বিগবসকে ২ কোটি টাকা দিতে হতে পারে।


বিগবসের ঘর অভিনেতা আলি গনির সঙ্গে জসমিনের সম্পর্ক বেশ চর্চায় থাকে। তাঁদের দুজনের জুটি দর্শকদের পছন্দও। সম্প্রতি একটি এপিসোডে জসমিনের বাবা মা আসেন। তাঁরা আলি গনির সঙ্গে জসমিনের সম্পর্ক নিয়ে বিশেষ ইতিবাচক মন্তব্য করেননি।


জসমিনের বাবা মা বলেন, নিজের স্বাস্থ্য ঠিক রাখো এবং লক্ষ্যে স্থির থাকো। তুমি এখানে ট্রফি জিততে এসেছ। নিজের খেলা খেলো। আমরা পুরনো জসমিনকে চাই যে খুশি থাকত আর হাসত।


এখান থেকেই সমস্যার সূত্রপাত। জসমিন উত্তরে বলেন, বাইরে থেকেই আলির সঙ্গে আমার বন্ধুত্ব। ও আমার জন্য ভাবে আর আমি ওর জন্য ভাবি। আলিও বলেন, তিনি সবকিছু ছেড়ে এখানে এসেছেন শুধুমাত্র জসমিনের জন্য।


এর কিছুক্ষণ পরে আলি জসমিনকে বলেন, তিনি এই শো থেকে বেরিয়ে যাবেন। তার উত্তরে জসমিন বলেন, তুমি চলে গেলে, আমিও বেরিয়ে যাব। আমি ২ কোটি টাকা ব্যাঙ্ক লোন নিয়ে কালার্সকে দিয়ে দেব।