মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবির জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সেখান থেকেই নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
2/ 11
স্পোর্টস গিয়ার পরা এই পোশাকে ছবি শেয়ার করে জাহ্নবী। ছবিতে জাহ্নবীর লুক বেশ প্রশংসা পাচ্ছে।
3/ 11
তবে এর জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে শ্রীদেবী কন্যাকে। এই ছবিতে পায়ের পেশীর জন্য ব্যায়াম করছেন জাহ্নবী।
4/ 11
কমলা ও পার্পলের জিম ওয়্যারে জাহ্নবী। রোজকার রুটিনে শরীরচর্চার বাধ্যতামূলক।
5/ 11
আর তাই দিন দিন জাহ্নবীর ফিগার ইর্ষণীয় হয়ে উঠছে। এই ছবিতে যোগায় ব্যস্ত অভিনেত্রী।
6/ 11
জিমের পোশাকের ব্যাপারেও তিনি সচেতন। পার্পল জিমওয়্যার বেছে নিয়েছেন অভিনেত্রী।
7/ 11
যোগায় বিশেষ আগ্রহ জাহ্নবীর। আর তাই আন্তর্জাতিক মডেলদের সঙ্গেও তাঁর তুলনা করা হয়।
8/ 11
যোগায় বিশেষ আগ্রহ জাহ্নবীর। আর তাই আন্তর্জাতিক মডেলদের সঙ্গেও তাঁর তুলনা করা হয়।
9/ 11
অনেকেই তাঁকে মার্কিন মডেল তারকা কাইলি জেনারের সঙ্গে তুলনা করেন। এমনকি পোশাকেও মিল খুঁজে পান।
10/ 11
জিম থেকে যাতায়াতের সময়েও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। কমলা জিম ওয়্য়ারে অভিনেত্রী।
11/ 11
জিম শর্টসের সঙ্গে স্লিভলেস টি শার্ট। গ্ল্যামারাস লুকে নায়িকা।