পাপারাজ্জিদের ক্যামেরায় প্রায়ই ধরা পড়েন জাহ্নবী কাপুর। নানা রকম পোশাকেই ফ্যাশনিস্তা তিনি। কিন্তু এবার দেখা গেল একদন অন্য ভাবে। জিম থেকে বেরিয়ে আসতে দেখা গেল জাহ্নবীকে। পরনে সবুজ ট্যাঙ্ক টপ ও জগার শর্টস। কিন্তু নজর কাড়ল অন্য কিছুই। দেখা গেল জাহ্নবীর হাতে লাগানো আর্ম স্লিং। আর এই দেখেই জল্পনা শুরু হল, জাহ্নবী কি চোট পেয়েছেন? জিম থেকে এভাবেই বেরোলেন জাহ্নবী। প্রশ্ন উঠছে, শরীরচর্চা করতে গিয়েই কি চোট পেয়েছেন অভিনেত্রী? সোশ্যাল মিডিয়াতেও জাহ্নবী কেমন আছেন এই নিয়ে খোঁজ নিতে থাকেন তাঁর অনুরাগীরা। অনেকেই দ্রুত আরোগ্য কামনা করেন। শ্রীদেবী কন্যা জাহ্নবী ইতিমধ্যেই বলিউডের চর্চিত নাম। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় তিনি। ফ্যাশন ও জিমের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন জাহ্নবী। মাঝে মধ্যে বেড়াতে গিয়েও বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি। বলিউডে জাহ্নবীর প্রথম ছবি ধড়ক বিপরীতে অভিনয় করেছিলেন ঈশান খট্টর। রাজকুমার রাও এর বিপরীতে হরর ছবি রুহি-তেও নজর কেড়েছেন অভিনেত্রী।