করণ জোহরের পার্টিতে বসেছিল চাঁদের হাট। অপূর্ব মেহেতার জন্মদিন উপলক্ষে ছিল এই পার্টি। আর সেখানেই উপস্থিত ছিলেন বহু তারকা। নজর কাড়লেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)।
2/ 9
পার্টি যেন ফ্যাশন শোয়ের আকার নিয়েছিল। নজরকাড়া সাজে ধরা দিলেন তারকারা। এদিন পার্টির উষ্ণতা বাড়ালেন জাহ্নবী (Janhvi Kapoor)।
3/ 9
মণীশ মালহোত্রার ডিজাইন করা কাচ বসানো বডিকন পোশাক পরেছিলেন জাহ্নবী (Janhvi Kapoor)। আকর্ষণের কেন্দ্রে ছিলেন তিনি।
4/ 9
গায়ের সঙ্গে আঁকড়ে থাকা এই পোশাকে জাহ্নবীর আওয়ারগ্লাস ফিগার স্পষ্ট।
5/ 9
ডিপনেকের জন্য ক্লিভলাইন স্পষ্ট জাহ্নবীর। তাঁর সাজে পারদ চড়েছে মুহূর্তে।
6/ 9
২০১৮ সালে প্রথম ছবিতে কাজ জাহ্নবীর। ছবির নাম ধড়ক। বিপরীতে ছিলেন ঈশান খট্টর।
7/ 9
সেই জাহ্নবী এখন সম্পূর্ণ যুবতী নারী। এই পোশাকে তাঁর কার্ভি চেহারা ফুটে উঠেছে।
8/ 9
এই পোশাকের সঙ্গে চুলের স্টাইল, ও মেক আপও মানানসই জাহ্নবীর।
9/ 9
জাহ্নবীর এই সাজ দেখে অনেকেই হলিউডের কাইলি জেনারের সঙ্গে তুলনা করছেন।