নিয়মিত জিমে গিয়ে ওয়ার্কআউট করেন জাহ্নবী। শরীরচর্চা নিয়ে কোনও রকম আপোস করতে নারাজ শ্রীদেবী-কন্যা।
3/ 10
শরীরচর্চার পাশাপাশি পুষ্টিকর খাদ্যাভাস—অভিনেত্রীর মারকাটারি ফিগারের এটিই চাবিকাঠি
4/ 10
জানেন কি, জাহ্নবীর বালিঘড়ির মতো ফিগার আর মাখনের মতো ত্বকের গোপন রহস্য কী? এক চামচ ঘি! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি
5/ 10
প্রতি দিন সকালে খালি পেটে জাহ্নবী এক চামচ ঘি খান। এই অভ্যাস তাঁর বহু দিনের। ঘি-এ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। যা চেহারায় বয়সের ছাপ আসতে দেয় না। ত্বক উজ্জ্বল করে। চুলের স্বাস্থ্যের জন্যেও এটি দারুণ উপকারী। ঘি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর, যা পেটের চর্বি কমাতে সাহায্য করে।
6/ 10
প্রাতরাশে জাহ্নবী খান পরোটা আর দই। তবে সেই পরোটা আদতে গ্লুটেনমুক্ত। সঙ্গে থাকে ফল কিংবা ফলের রস
7/ 10
রাতের খাবার দশটার মধ্যেই সেড়ে ফেলেন অভিনেত্রী। রাতের খাবারে বেশির ভাগ দিন তিনি ‘রেড রাইস’ বিরিয়ানি খান
আসন্ন ছবি ‘মিলি’-র শ্যুটিংও নাকি ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন। এই ছবিতে তিনি প্রথম বার বাবা বনি কাপুরকে প্রযোজনায় সাহায্য করেছেন
10/ 10
রাজকুমার রাওয়ের বিপরীতে ধর্ম প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’-তেও দেখা যাবে জাহ্নবীকে। বরুণ ধাওয়ানের বিপরীতে জাহ্নবীকে দেখা যাবে নীতেশ তিওয়ারির নতুন ছবি ‘বাওয়াল’-এও।