

বক্স অফিসে বেশ ভাল মতো ব্যবসা করেছে তাঁর নতুন ছবি রুহি (Roohi)। সেই ছবির গানে জাহ্নবী কাপুরকে (Janhvi Kapoor) বলতে শোনা গিয়েছে, তটের পথ অত্যন্ত কঠিন! ছবির মনের মানুষকে জলের ধারে যেতে নিষেধও করেছেন তিনি। তবে রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে তফাত থাকবেই! তাই কিছু দিনের ছুটি নিয়ে নায়িকা নিজেই মনের মানুষকে সঙ্গী করে রওনা দিয়েছেন জলের দিকে। তফাতের মধ্যে সেটা নদীর পার, সাগরসৈকত। আর জায়গাটাও দেশের সাগরতট নয়, বিলাসবহুল জীবনযাত্রার সঙর লস অ্যাঞ্জেলস।


তার পরের ছবিটা একটু খুঁটিয়ে না দেখলেই নয়! এখানেও নায়িকা ফ্রেমে একা, কিন্তু তাঁর গায়ে এবং পাথরের বুকে কোন পুরুষের ছায়া পড়েছে?


যা দেখা যাচ্ছে, এই পুরুষটি কার্তিক আরিয়ান (Kartik Aaryan) নন! চেনা কোনও সেলিব্রিটিও নন! আক্ষেপের বিষয়- তিনি কে, সেটা এখনও জানাননি জাহ্নবী!


বোঝা যাচ্ছে সাফ- এই পুরুষটিই আপাতত নায়িকার প্রিয় ফটোগ্রাফার! জাহ্নবীর একের পর এক ছবি তুলে যেতে তাঁর কোনও ক্লান্তি নেই