সম্প্রতি বলিউডের একটি অ্যাওয়ার্ড ফাংশনে এসেছিলেন এসেছিলেন শ্রীদেবী-কন্যা। সেখানেই পোশাকের কারণে তাঁকে কটাক্ষের শীকার হতে হয়। নেটিজেনদের অভিযোগ, কিম কার্দাশিয়ার অনুকরণ করেছেন জাহ্নবী অ্যাওয়ার্ড ফাংশনে জাহ্নবী পরেছিলেন কারেন্ট মভ রঙা সিক্যুইনের গাউন, স্পষ্ট ক্লিভেজ, চুল তুলে বাঁধা, ন্যুড মেক-আপ। নেটিজেনদের একাংশের দাবি, হুবহু এই সাজেই হলিউডের রেড-কার্পেটে ফ্রেমবন্দি হয়েছিলেন কিম। নেটিজেনদের অনেকেই বলছেন, নায়িকা নাকি শরীরে প্লাস্টিক সার্জারিও করিয়েছেন। যদিও এই নিয়ে জাহ্নবী মুখ খোলেননি। কেরিয়ারে আপাতত চরম ব্যাস্ত সুন্দরী। পাইপলাইনে রয়েছে 'গুড লাক জেরি', ‘দোস্তানা ২’, করণ জোহরের পিরিয়ড ড্রামা 'তখত' জাহ্নবীর আসন্ন ছবি 'মিলি'-র শ্যুটিং শেষ। এই ছবিতে তিনি প্রথম বাবা বনি কাপুরকে প্রযোজনায় সহযোগিতা করেছেন। রাজকুমার রাওয়ের বিপরীতে ধর্মা প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-তেও দেখা যাবে জাহ্নবীকে বরুণ ধাওয়ানের বিপরীতে জাহ্নবীকে দেখা যাবে নীতেশ তিওয়ারির নতুন ছবি 'বাওয়াল'-এ। শ্রীদেবী পছন্দ করতেন না মেয়ে বেশি মেক-আপ করুক, তাই বরাবরই ন্যাচেরাল লুক-এই ধরা পড়েন জাহ্নবী