♦ এত খাবার দেখে নিজেই হতবাক তিনি। ছবিতে দেওয়া পোজে সেই অভিব্যক্তিই ধরা পড়ল তার ভঙ্গিমায়। নিজের জামার রঙ নীল, আশ্চর্য রকমভাবে মিলে গেল শাশুড়ির শাড়ির রঙও। দাঁড়িয়ে থেকে সযত্নে এই দিন জামাইকে আপ্যায়ন করেন তিনি। আর গায়ক, ভুরিভোজের তৃপ্তির ছাপ চোখে মুখে মেখে ছবি তুললেন দারুণ মেজাজে। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে লিখলেন,‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’৷