সাদা আইভরি শাড়িতে এলিগ্যান্সের আরেক নাম ‘শ্রীলঙ্কান বিউটি’ জ্যাকলিন
2/ 10
ছোটবেলা থেকেই জ্যাকলিনের স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। কেরিয়ারের শুরুতে শ্রীলঙ্কায় বেশ কিছুদিন টিভি জার্নালিস্টের কাজ করেছেন, এর পর একে একে বিউটি কনটেস্ট, মডেলিং। সেখান থেকে অভিনয় জগতে প্রবেশ।
3/ 10
২০০৯-এ প্রিন্সেস জ্যাসমিনের চরিত্রে অমিতাভ বচ্চন ও হৃতেশ দেশমুখের বিপরীতে প্রথম বলিউডে ছবি করেন জ্যাকলিন।
4/ 10
শ্রীলঙ্কার বেহরানের মানামা শহরে ১৯৮৫-তে জন্ম জ্যাকলিনের
5/ 10
‘কিক’, ‘হাউজফুল টু’, ‘মার্ডার টু’-জ্যাকলিনের অন্যতম হিট ছবি।
6/ 10
২০০ কোটির প্রতারণার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর, তাকে ইডি-র জেরায় নাম উঠে আসে জ্যাকলিনের! জানা যায়, সুকেশ আর জ্যাকলিনের সম্পর্ক বেশ গাঢ় ছিল।
জ্যাকলিনকে যে বহুমূল্য হিরের আংটি দিয়ে প্রেম নিবেদন করে সুকেশ, সেই আংটিতে জ্যাকলিন এবং সুকেশের নামে ইংরেজি বানানের আদ্যক্ষর বসানো ছিল।
9/ 10
জ্যাকলিন ফার্নান্ডেজ-সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই রাতারাতি খবরের শিরোনামে চলে আসেন অভিনেত্রী। এরমাঝেই দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ‘ঘোস্ট’ ছবি থেকে বাদ যান তিনি। প্রশ্ন উঠছে, সুকেশের সঙ্গে সর্ম্পের কারণেই কি ছবি খোয়াচ্ছেন সুন্দরী?
10/ 10
শুধু সলমন খান বা সুকেশ চন্দ্রশেখর নন, সিংহলী অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের তুমুল প্রেম ছিল বাহারিনের যুবরাজের সঙ্গেও