

২০২০ সালটা খারাপ তো ছিলই করোনার জন্য। এছাড়াও এই বছরটা বলিউডের জন্যও খুব খারাপ ছিল। এই বছর বলিউডের অনেক জনপ্রিয় ব্যক্তিত্বকে হারাতে হয়েছে। তার মধ্যে আছেন ঋষি কাপুর, সরোজ খান ও ইরফান খানের মতো ব্যাক্তিত্বরা। ইরফানের মৃত্যু যেন কিছুতেই মেনে নেওয়া যাচ্ছিল না। গত বছরের ২৯ এপ্রিল ক্যান্সার কেড়ে নেয় ইরফান খানকে। আজ এই অভিনেতার জন্মদিন। photo source collected


১৯৬৭ সালের ৭ জানুয়ারি রাজস্থানে জন্মগ্রহণ করেন ইরফান। বেঁচে থাকলে তাঁর বয়স হত ৫৪ বছর। এত অল্প বয়সে ইরফানের চলে যাওয়া আজও মানা যায় না। তাঁর মতো অভিনেতাকে বলিউডের শুধু নয় গোটা দেশের সব সময় দরকার। photo source collected


ইরফানের অনেক ইচ্ছেই পূরণ হয়নি। তাঁর মধ্যে একটি ইচ্ছের কথা না বললেই নয়। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ইরফান ও ঐশ্বর্য অভিনীত ছবি 'জজবা'। এই ছবিতে অ্যাকশন হিরোইন ছিলেন অ্যাশ।photo source collected


এই ছবির প্রচারেই একদিন কপিল শর্মার শোতে এসেছিলেন তাঁরা। সেখানে এক ভক্ত ইরফানকে প্রশ্ন করেন, "আপনাকে অ্যাশের সঙ্গে অ্যাকশন মুভি নয় রোমান্টিক সিনেমায় দেখতে চাই।" প্রশ্ন শুনেই অ্যাশের দিকে তাঁকিয়ে হেসে ফেলন ইরফান। তবে জবাব অবশ্যই দেন।photo source collected


জবাবে তিনি প্রথমেই ওই ভক্তকে ধন্যবাদ জানান। তারপর বলেন, "আমিও তো এটাই চেয়েছিলাম। কিন্তু কি করা যাবে এবার তো হল না। এর পরের বার নিশ্চয় হবে।" এই কথাতে সম্মতি জানিয়েছিলেন ঐশ্বর্যও। তবে এর পর আর কখনই একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। বিয়ের পর সেভাবে কাজই করেননি অ্যাশ। আর তার মধ্যেই এভাবে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ইরফান। এ স্বপ্ন আর কখনই সত্যি হবে না। photo source collected