হোম » ছবি » বিনোদন » সুস্থ আছেন, এ বার আর ক্যামেরার সামনে চেহারা আড়াল করলেন না ইরফান খান
সুস্থ আছেন, এ বার আর ক্যামেরার সামনে চেহারা আড়াল করলেন না ইরফান খান
Bangla Editor
1/ 5
♦ ইরফান খানের সুস্থতার খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। কিন্তু মুখ মাস্কে ঢেকে রাখার কারণে তার চেহারা দেখতে না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তা রয়ে গিয়েছিল। অবশেষে দেখা গিয়েছে সুস্থ হয়ে ওঠা ইরফানের চেহারা। ছবি: ভাইরালভায়ানি ৷
2/ 5
♦ সোমবার মুম্বাই এয়ারপোর্টে দেখা গিয়েছে ইরফান খানকে। ওজন কিছুটা কমে গেলেও চেহারায় অসুস্থতার ছাপ নেই। ক্যাজুয়াল পোশাক এবং হ্যাটে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি ফটো সাংবাদিকদের ক্যামেরায় ছবি তুলেছেন। ছবি: ভাইরালভায়ানি ৷
3/ 5
♦ জানা গিয়েছে, হিন্দি মিডিয়াম টু ছবির শুটিং শুরু করেছেন ইরফান খান। সুস্থ হওয়ার পরে এটাই প্রথম ছবি তার। ছবিতে ইরফানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুরকে। এই ছবিতে কারিনা পুলিশের ভূমিকায় অভিনয় করবেন। ছবি: ভাইরালভায়ানি ৷
4/ 5
♦ গত বছরের মার্চে চিকিৎসার জন্য লন্ডনে উড়াল দেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। ছবি: ভাইরালভায়ানি ৷
5/ 5
♦ সেখানে গিয়ে তিনি নিশ্চিত হন বিরল ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। দীর্ঘ এক বছর পর তার সুস্থতার খবর পাওয়া যায়। ছবি: ভাইরালভায়ানি ৷
সুস্থ আছেন, এ বার আর ক্যামেরার সামনে চেহারা আড়াল করলেন না ইরফান খান
♦ ইরফান খানের সুস্থতার খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। কিন্তু মুখ মাস্কে ঢেকে রাখার কারণে তার চেহারা দেখতে না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তা রয়ে গিয়েছিল। অবশেষে দেখা গিয়েছে সুস্থ হয়ে ওঠা ইরফানের চেহারা। ছবি: ভাইরালভায়ানি ৷
সুস্থ আছেন, এ বার আর ক্যামেরার সামনে চেহারা আড়াল করলেন না ইরফান খান
♦ সোমবার মুম্বাই এয়ারপোর্টে দেখা গিয়েছে ইরফান খানকে। ওজন কিছুটা কমে গেলেও চেহারায় অসুস্থতার ছাপ নেই। ক্যাজুয়াল পোশাক এবং হ্যাটে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি ফটো সাংবাদিকদের ক্যামেরায় ছবি তুলেছেন। ছবি: ভাইরালভায়ানি ৷
সুস্থ আছেন, এ বার আর ক্যামেরার সামনে চেহারা আড়াল করলেন না ইরফান খান
♦ জানা গিয়েছে, হিন্দি মিডিয়াম টু ছবির শুটিং শুরু করেছেন ইরফান খান। সুস্থ হওয়ার পরে এটাই প্রথম ছবি তার। ছবিতে ইরফানের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুরকে। এই ছবিতে কারিনা পুলিশের ভূমিকায় অভিনয় করবেন। ছবি: ভাইরালভায়ানি ৷