Ira Khan: প্রকাশ্যে সিগারেট ! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড আমির কন্যা ইরা খান
Bangla Digital Desk
1/ 5
ইরা খান। আমির খানের মেয়ে। সদ্যই দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে ডিভোর্স ঘোষণা করেছেন আমির। কিন্তু তারপরেও তাঁদের সম্পর্কে কোনও তফাত হয়নি। এক সঙ্গেই আনন্দ করতে দেখা গিয়েছে আমির কিরণকে। আর ঠিক এসবের মাঝেই ফের একবার চর্চায় এলেন আমির খানের মেয়ে ইরা খান। photo source collected
2/ 5
সোশ্যাল মিডিয়ায় ইরা বেশ অ্যাক্টিভ। নিজের ভালোবাসা থেকে মানসিক অবস্থার কথা অকপটে তুলে ধরেন তিনি। photo source collected
3/ 5
ইরা অভিনয়ে আসবেন কিনা সে বিষয় এখনও স্পষ্ট নয়। কিন্তু ইরার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে মাঝে মধ্যেই উত্তেজনা তৈরি হয় নেটিজেনদের মধ্যে। photo source collected
4/ 5
সম্প্রতি ইরা একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাতে। সেখানে তিনি ব্ল্যাক টি-শার্ট, ডেনিম শার্ট ও হট প্যান্ট পরে আছেন। ছবিতে একটি সিগারেটের প্যাকেট দেখা গিয়েছে। যা ঝাপসা হয়ে করে দিয়েছেন ইরা। photo source collected
5/ 5
সেই ছবি নিয়েই ট্রোলড হতে হল ইরাকে। তাঁকে সোশ্যাল মিডিয়ায় সিগারেটের নাম কি জানতে চাওয়া হয়। শুধু তাই নয় কেউ বলেন পোশাক ঠিক করে পরুন। আবার কেউ লেখেন, কিছু কাজও তো করতে পারেন। যদিও এসব প্রশ্নের কোনও জবাবই দেননি ইরা। photo source collected
Ira Khan: প্রকাশ্যে সিগারেট ! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড আমির কন্যা ইরা খান
ইরা খান। আমির খানের মেয়ে। সদ্যই দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে ডিভোর্স ঘোষণা করেছেন আমির। কিন্তু তারপরেও তাঁদের সম্পর্কে কোনও তফাত হয়নি। এক সঙ্গেই আনন্দ করতে দেখা গিয়েছে আমির কিরণকে। আর ঠিক এসবের মাঝেই ফের একবার চর্চায় এলেন আমির খানের মেয়ে ইরা খান। photo source collected
Ira Khan: প্রকাশ্যে সিগারেট ! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড আমির কন্যা ইরা খান
ইরা অভিনয়ে আসবেন কিনা সে বিষয় এখনও স্পষ্ট নয়। কিন্তু ইরার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে মাঝে মধ্যেই উত্তেজনা তৈরি হয় নেটিজেনদের মধ্যে। photo source collected
Ira Khan: প্রকাশ্যে সিগারেট ! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড আমির কন্যা ইরা খান
সম্প্রতি ইরা একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাতে। সেখানে তিনি ব্ল্যাক টি-শার্ট, ডেনিম শার্ট ও হট প্যান্ট পরে আছেন। ছবিতে একটি সিগারেটের প্যাকেট দেখা গিয়েছে। যা ঝাপসা হয়ে করে দিয়েছেন ইরা। photo source collected
Ira Khan: প্রকাশ্যে সিগারেট ! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড আমির কন্যা ইরা খান
সেই ছবি নিয়েই ট্রোলড হতে হল ইরাকে। তাঁকে সোশ্যাল মিডিয়ায় সিগারেটের নাম কি জানতে চাওয়া হয়। শুধু তাই নয় কেউ বলেন পোশাক ঠিক করে পরুন। আবার কেউ লেখেন, কিছু কাজও তো করতে পারেন। যদিও এসব প্রশ্নের কোনও জবাবই দেননি ইরা। photo source collected