শুরুতেই আকাশছোঁয়া জনপ্রিয়তা, নাম-যশ। গায়ক সন্দীপ আচার্যের উত্থান ছিল খানিক রূপকথার মতো। ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় সিজনে অংশগ্রহণ করেছিলেন বিকানেরের ছেলে। সেই প্রতিযোগীতা জিতেও ছিলেন তিনি।
2/ 7
পুরস্কার হিসেবে নামী কোম্পানির সঙ্গে এক কোটি টাকার চুক্তি, দামি গাড়ি এসেছিল সন্দীপের ঝুলিতে। সেই প্রতিযোগীতা জেতার পরেই মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম 'মেরে সাথ সারা জহাঁ'।
3/ 7
১৯৮৪ সালের ৪ ফেব্রুয়ারি বিকানেরে জন্মেছিলেন সন্দীপ। শৈশব থেকেই গায়ক হওয়ার স্বপ্ন ছিল চোখে। সেই যাত্রার শুরুটাও ছিল আশা জাগানো। কিন্তু খুব অল্প বয়সেই কঠিন রোগের কাছে হার মানতে হয় প্রতিশ্রুতিমান গায়ককে।
4/ 7
ইন্ডিয়ান আইডল জেতার পরেও থেমে থাকেননি সন্দীপ। এর পরেও রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন তিনি। নিউ জার্সিতে বলিউড মিউজিক অ্যাওয়ার্ডও পান।
5/ 7
গায়ক হিসেবে বলিউডে বিশেষ সাড়া জাগাতে পারেননি সন্দীপ। প্রবল প্রতিযোগীতায় অনেকটাই পিছিয়ে পড়েন তিনি।
6/ 7
২০১৩ সালে ১৫ ডিসেম্বর জন্ডিসে প্রয়াত হন সন্দীপ। বিকানেরে একটি বিয়েবাড়িতে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন গায়ক। সন্দীপের অবস্থার অবনতি হলে তড়িঘড়ি গুরগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও মাত্র ২৯-এই জীবনযুদ্ধে হেরে যান সন্দীপ।
7/ 7
জানা যায়, সন্দীপের মৃত্যুর কিছু দিন আগেই তাঁর মেয়ের জন্ম হয়। স্ত্রী এবং সন্তানকে রেখে অকালেই চলে যান তরুণ গায়ক।
Indian Idol Winner || Sandeep Acharya: ২৯-এই লড়াই শেষ! স্ত্রী, সদ্যোজাত মেয়েকে রেখে স্তব্ধ ইন্ডিয়ান আইডল জয়ীর কণ্ঠ
শুরুতেই আকাশছোঁয়া জনপ্রিয়তা, নাম-যশ। গায়ক সন্দীপ আচার্যের উত্থান ছিল খানিক রূপকথার মতো। ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় সিজনে অংশগ্রহণ করেছিলেন বিকানেরের ছেলে। সেই প্রতিযোগীতা জিতেও ছিলেন তিনি।
Indian Idol Winner || Sandeep Acharya: ২৯-এই লড়াই শেষ! স্ত্রী, সদ্যোজাত মেয়েকে রেখে স্তব্ধ ইন্ডিয়ান আইডল জয়ীর কণ্ঠ
পুরস্কার হিসেবে নামী কোম্পানির সঙ্গে এক কোটি টাকার চুক্তি, দামি গাড়ি এসেছিল সন্দীপের ঝুলিতে। সেই প্রতিযোগীতা জেতার পরেই মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম 'মেরে সাথ সারা জহাঁ'।
Indian Idol Winner || Sandeep Acharya: ২৯-এই লড়াই শেষ! স্ত্রী, সদ্যোজাত মেয়েকে রেখে স্তব্ধ ইন্ডিয়ান আইডল জয়ীর কণ্ঠ
১৯৮৪ সালের ৪ ফেব্রুয়ারি বিকানেরে জন্মেছিলেন সন্দীপ। শৈশব থেকেই গায়ক হওয়ার স্বপ্ন ছিল চোখে। সেই যাত্রার শুরুটাও ছিল আশা জাগানো। কিন্তু খুব অল্প বয়সেই কঠিন রোগের কাছে হার মানতে হয় প্রতিশ্রুতিমান গায়ককে।
Indian Idol Winner || Sandeep Acharya: ২৯-এই লড়াই শেষ! স্ত্রী, সদ্যোজাত মেয়েকে রেখে স্তব্ধ ইন্ডিয়ান আইডল জয়ীর কণ্ঠ
২০১৩ সালে ১৫ ডিসেম্বর জন্ডিসে প্রয়াত হন সন্দীপ। বিকানেরে একটি বিয়েবাড়িতে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন গায়ক। সন্দীপের অবস্থার অবনতি হলে তড়িঘড়ি গুরগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। প্রথমে চিকিৎসায় সাড়া দিলেও মাত্র ২৯-এই জীবনযুদ্ধে হেরে যান সন্দীপ।