ইন্ডিয়ান আইডলে তৃতীয়, তবে মন জয়ে সুপারহিট বাঁকুড়ার অঙ্কনা !
Bangla Editor
1/ 5
ইন্ডিয়ান আইডলে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন তিনি৷ বাঁকুড়ার শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলে দশম শ্রেণির ছাত্রী ৷
2/ 5
তবে বয়সে কনিষ্ঠ হলে হবে কি? তাঁর দুর্দান্ত গানের জোরে বিচারক থেকে সেলিব্রিটিদের সবাইকে হতবাক করে রেখেছিলেন অঙ্কনা মুখোপাধ্যায় ৷ ইন্ডিয়ান আইডলের দর্শকদের কাছে তো হট ফেভারিট ছিলেন অঙ্কনা ৷
3/ 5
তবে এত প্রশংসার পরেও ইন্ডিয়ান আইডলের ফাইনালে পঞ্জাবের সানি হিন্দুস্তানির কাছে হারলেন অঙ্কনা ৷ ইন্ডিয়ান আইডলে হলেন তৃতীয় ৷
4/ 5
তবে ইন্ডিয়ান আইডলের ফলাফল নিয়ে একেবারেই চিন্তিত নয় অঙ্কনা ৷ ফাইনালের পর অঙ্কনা জানিয়েছেন, তিনি বলিউডে প্লেব্যাক করতে চান ৷ গাইতেন চান বাংলা সিনেমাতেও ৷ নিজের অ্যালবাম আনতে চান৷
5/ 5
অঙ্কনা আরও জানিয়েছেন, শুধু গায়ক নয়, সঙ্গীত পরিচালকও হতে চান তিনি ৷
ইন্ডিয়ান আইডলে তৃতীয়, তবে মন জয়ে সুপারহিট বাঁকুড়ার অঙ্কনা !
তবে বয়সে কনিষ্ঠ হলে হবে কি? তাঁর দুর্দান্ত গানের জোরে বিচারক থেকে সেলিব্রিটিদের সবাইকে হতবাক করে রেখেছিলেন অঙ্কনা মুখোপাধ্যায় ৷ ইন্ডিয়ান আইডলের দর্শকদের কাছে তো হট ফেভারিট ছিলেন অঙ্কনা ৷
ইন্ডিয়ান আইডলে তৃতীয়, তবে মন জয়ে সুপারহিট বাঁকুড়ার অঙ্কনা !
তবে ইন্ডিয়ান আইডলের ফলাফল নিয়ে একেবারেই চিন্তিত নয় অঙ্কনা ৷ ফাইনালের পর অঙ্কনা জানিয়েছেন, তিনি বলিউডে প্লেব্যাক করতে চান ৷ গাইতেন চান বাংলা সিনেমাতেও ৷ নিজের অ্যালবাম আনতে চান৷