

একসঙ্গে পর্দায় আসতে চলেছেন রিয়াল লাইফ কাপল। রাজা চন্দের ছবিতে জুটি বেঁধেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। রাজা চন্দের এই থ্রিলার ছবির নাম ম্যাজিক। হয়ে গেল ছবির মহরত। Story: Arunima Dey


অঙ্কুশ-ঐন্দ্রিলা ছাড়াও মহরতে হাজির ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা। ৬ অগাস্ট থেকে শুরু হবে ‘ম্যাজিক’-এর শ্যুটিং। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী পায়েল সরকারও ।


নিজের নতুন ছবি নিয়ে পরিচালক রাজা চন্দ যথেষ্ট উৎসাহী। তিনি জানান, ছবির কাজ শেষ করে সেপ্টেম্বরে পোস্ট প্রোডাকশনের কথা ভাবছেন তাঁরা। তার পরের বিষয়টা প্রযোজক আর সিনেমা হল খোলার উপর নির্ভর করছে।


অঙ্কুশ-ঐন্দ্রিলা। এই প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন, এই রিয়াল লাইফ কাপল। ছবিতে অঙ্কুশের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন, দেবশঙ্কর হালদার ও বিদীপ্তা চক্রবর্তী। ২০১৪-এ, 'চ্যালেঞ্জ ২'-এর শ্যুটিং-এর সময় রাজা চন্দ, প্রথম ঐন্দ্রিলার কাজ দেখেন। পাশের ফ্লোর-এ নিজের ধারাবাহিকের শ্যুটিং করছিলেন নায়িকা। ঐন্দ্রিলার শেখার ইচ্ছে ও পরিশ্রমী মনোভাব মুগ্ধ করে পরিচালককে। তখন থেকেই তাঁকে নিয়ে ছবি বানানোর ইচ্ছে রাজার।


বাণিজ্যিক ছবির নায়ক হিসেবে বেশ সফল অঙ্কুশ। অন্য দিকে ছোট পর্দার চেনা মুখ ঐন্দ্রিলা। 'ফাগুন বউ’ ধারাবাহিকে অভিনয় করে, জনপ্রিয়তার শিখরে নায়িকা। দু'জন একসঙ্গে ছবি করছেন, ছবির বিষয়বস্তু বেশ অভিনব, তা বলাই যায়। 'ম্যাজিক' একটি থ্রিলার ছবি। এমন টান টান মিস্ট্রি ছবি এর আগে কখনও হয়নি, বলে দাবি পরিচালকের।