রোদে কালো হয়ে যাওয়ার ভয়? কী ভাবে সান কিসড সেলফি তুলতে হয়, শেখাচ্ছেন এই সেলেবরা!
রোদে অনেকক্ষণ থাকলে কালো হয়ে যাওয়া! আবার বিষয়টা যদি ছবি তোলা হয়, সে ক্ষেত্রে অনেকেই মনে করেন যে সূর্যের আলো ছবি ঝলসিয়ে দেবে! এই সব ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কী ভাবে সান কিসড সেলফি তুলতে হয়, শিখে নেওয়া যাক বলিউড সেলেবদের হাত ধরে!


রোদ নিয়ে আমাদের অনেকেরই অনেক রকম ধারণা আছে! যেমন, রোদে অনেকক্ষণ থাকলে কালো হয়ে যাওয়া! আবার বিষয়টা যদি ছবি তোলা হয়, সে ক্ষেত্রে অনেকেই মনে করেন যে সূর্যের আলো ছবি ঝলসিয়ে দেবে!এই সব ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কী ভাবে সান কিসড সেলফি তুলতে হয়, শিখে নেওয়া যাক বলিউড সেলেবদের হাত ধরে! তবে হ্যাঁ, যতই এ হেন সেলফি রোদে তোলা হোক না কেন, তার নান্দনিক দিকটার কথাও মাথায় না রাখলেই নয়! সেই জন্যই সঙ্গীর মন জয় করতে বা সোশ্যাল মিডিয়ায় লাইকের বন্যা আনতে সঙ্গে থাক এই টিউটোরিয়াল!


১. করিনা কাপুর খানওয়র্ক আউট শেষ করে তার পর সেলফি তোলায় মন দিয়েছেন পতৌদি পরিবারের এই বেগম! জিমের কাজ শেষ হলে এ রকম একটা রোদমাখা সেলফি কিন্তু তোলাই যায়, তাই না?


২. হিনা খাননা-ই বা হলেন ছবির নায়িকা, ছোটপর্দায় রূপে লাস্যে কিছু কম যান না হিনা খান। জন ডেনভারের সানশাইন অন মাই শোল্ডার্স গানটাকে কেমন সত্যি করে তুলেছেন তিনি, তা কিন্তু শেখার মতো!


৩. পরিণীতি চোপড়াকরোনাকালের ট্রেন্ড শিখতে হয় বলিউডের এই নায়িকার কাছ থেকে। প্রাথমিক ব্যবহারিক স্বাস্থ্যবিধি মেনে, মুখে মাস্ক এঁটেও কী ভাবে ঝলমল করতে হয় রোদে, তা পরিণীতি প্রমাণ করে দিয়েছেন!


৪. মৌনি রায়সাল কিসড সেলফির আসল মজাই হল সানগ্লাস। সেটা তুলে ধরেছেন ছোটপর্দা এবং বলিউডের এই জনপ্রিয় নায়িকা। সমুদ্র সৈকতে বা অন্য যে কোনও জায়গায় সানগ্লাস আর রোদের যুগলবন্দির এই ট্রেন্ড ফলো করা যেতেই পারে!


৫. দিশা পাটানিবলিউডের নায়িকাদের মধ্যে দিশা একেবারে শেষ প্রজন্মের। কিন্তু আদতে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের এই মুখ ভালোই জানেন কী ভাবে রোদকেও সৌন্দর্য বাড়িয়ে তোলার কাজে ব্যবহার করা যায়! তাই দিশার এই সান কিসড সেলফির স্টাইল ঘরে থেকেই কাজে লাগানো যেতে পারে। এলোমেলো চুল, উদাস চাহনি- সেলফি জমিয়ে তুলতে আর কী চাই!