

ওটিটি প্ল্যাটফর্মের সিরিয়াল কিসারের তকমাটা এবার বোধহয় রবি দুবেকেই (Ravi Dubey) দিতে হবে। রুপোলি পর্দার প্যাশনেট এই জামাই যে সব চেয়ে ভালো চুম্বন করতে পারেন সহকর্মীদের মধ্যে, সে কথা দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন নিয়া শর্মা (Nia Sharma)। দেখা গেল, অভিনয় হোক বা বাস্তবজীবন, চুম্বন আর সোহাগে জামাই ২.O (Jamai 2.0) সিরিজের অভিনেতাকে ঠেকিয়ে রাখা মুশকিল! ঘরে হোক বা বাইরে, স্ত্রী সরগুন মেহতার (Sargun Mehta) সঙ্গে তাঁর অন্তরঙ্গতা সোশ্যাল মিডিয়ায় যেন আগুন ঝরায়!


দেখেই বোঝা যাচ্ছে, দম্পতির মধ্যে চলছে দারুণ খুনসুটির পালা! সরগুন লাফিয়ে উঠেছেন পিঠে! আর রবি? কোনও ভাবেই সম্ভব নয়, কিন্তু তা-ও স্ত্রীকে চুম্বন করার চেষ্টা করছেন না কি তিনি?


সরগুনের উতলা ঠোঁট ক্রমেই এগিয়ে আসছে কাছে। আর রবির কালো চশমার নেমে আসা যেন পিছলে যাওয়া মুহূর্তেরই প্রতীক। চুম্বনের আগের মুহূর্তটি কী ভাবে তৈরি করতে হয়, এই দম্পতির কাছে তা শেখার আছে!


এথনিক ওয়্যারে সরগুনের কপাল ছুঁয়ে গিয়েছে রবির গাল। তৈরি হয়েছে এক বাটারফ্লাই কিসের অবসর! যেখানে ঠোঁট নয়, বরং চোখের পাতা কথা বলে!


বেড়াতে গিয়ে পথের মাঝে বসে থাকা স্বামীকে পিছন থেকে নিবিড় আলিঙ্গনে বেঁধে রেখেছেন সরগুন। উষ্ণ নিশ্বাস নিয়ে রবির ঠোঁটও এগিয়ে গিয়েছে স্ত্রীর গালের কাছে।


বেড়াতে গিয়ে হোক বা কোনও অনুষ্ঠানে, নানা জায়গাতেই সরগুন আর রবির এমন অনেক মুহূর্ত আছে, যা চুম্বনের ঠিক আগের ধাপে এসে থমকে গিয়েছে। কিন্তু পাহাড়ের কোলে ভেঙেছে আদরের বাঁধ, স্ত্রীর কপালে রোদের মতো এসে পড়েছে রবির সোহাগ-চুম্বন।


জলের বুকে ধীরে ধীরে মিলিয়ে যাবে সূর্য। সরগুন কিন্তু ইতিমধ্যেই মিলিয়ে গিয়েছেন রবির বুকে। আবেশে, আশ্লেষে বুজে এসেছে তাঁর চোখদু'টি।


এই ছবিটিও দম্পতির বেড়াতে যাওয়ার- পাহাড়ের ঠাণ্ডায় পরস্পরের শরীরে ওম খুঁজেছেন তাঁরা, নিবিড় বাঁধনে পরস্পরকে বেঁধে রেখে চোখ বুজে সেটা উপভোগ করছেন দু'জনেই!