কিছুদিন আগেই ইলিয়ানা ডি'ক্রুজ একটি বিপজ্জনক রোগের আক্রান্ত হয়েছিলেন। ২০১৭ সালে, তিনি জানিয়েছিলেন, তিনি 'বডি ডিসমরফিক ডিসঅর্ডার'-এর শিকার। এই রোগের জন্য একসময় তিনি আত্মহননের কথাও নাকি ভেবেছিলে। এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজের শারীরি গঠনের মধ্যে ক্রামাগত ত্রুটি খুঁজে পান। তবে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ভয়ঙ্কর সময় কাটিয়ে উঠেছিলেন। ছবি সৌজন্যে- @ileana_official/Instagram