1/ 4


যেমন দাদা তেমনি তাঁর বোন ৷ তার ওপর নাম যার পশমিনা, সে তো উষ্ণতা দেবেই ! কথা হচ্ছে, হৃতিক রোশনের বোন পশমিনা রোশনের ৷ যিনি একেবারে তৈরি বলিউডে পা দেওয়ার জন্য ৷ Photo: Instagram
2/ 4


সম্প্রতি ইনস্টাগ্রামে হৃতিকই তাঁর বোন পশমিনার সঙ্গে ফ্যানদের পরিচয় করিয়ে দেন এবং জানান, তাঁর বোন পশমিনা একেবারে রেডি বলিউডে আসার জন্য৷ বোনের প্রশংসা করে হৃতিক বলেন, পশমিনা ঘরে ঢুকলে ঘর আলোকিত হয়ে যায় !