

ভাবছেন এ আবার কেমন শিরোনাম ! তবে চমকে ওঠার কিছু নেই৷ সম্প্রতি গুগল তার গোটা বছরের লিস্ট প্রকাশ্যে এনেছে ৷ আর সেই তালিকায় গুগল তুলে ধরেছে, গোটা বিশ্বে যৌনতা নিয়ে গুগলকে কত লোক, কত রকম প্রশ্ন করে ৷


তবে গুগল কিন্তু হার মানেনি ৷ প্রত্যেক প্রশ্নেরই উত্তর একেবারে যত্ন সহকারে দিয়েছে ৷ সেই প্রশ্ন গুলো থেকেই সেরা ৫ টি প্রশ্ন প্রকাশ্যে এনেছে গুগল !


প্রথম প্রশ্ন: ঠিক কখন কন্ডোম কেনা উচিত? উত্তরে গুগল জানিয়েছে, কন্ডোম যে কোনও যৌনরোগ সংক্রমণ থেকে বিরত রাখে৷ শুধু তাই নয়, অনিচ্ছা মাতৃত্ব-তে সাহায্য করে কন্ডোম ৷ তাই নিরাপদ যৌন জীবনের ব্যাপারে কন্ডোমের কোনও বিকল্প নেই ৷


দ্বিতীয় প্রশ্ন: কীভাবে কন্ডোম পরতে হয়? এই প্রশ্নেরও খুব সুন্দর করে উত্তর দিয়েছে গুগল ৷ গুগল প্রথমেই জানিয়েছে, এমনভাবে কন্ডোম পরবেন, যাতে হাওয়ার বুঁদবুঁদ ভিতরে না থেকে যায় ৷ পুরুষাঙ্গে কন্ডোম পরার সময়, নজর রাখবেন কন্ডোম যেন সঠিক ভাবে পুরুষাঙ্গের একেবারে শেষপ্রান্তে পৌঁছে যায় ৷


তৃতীয় প্রশ্ন: কোথা থেকে কন্ডোম কেনা উচিত? গুগল এই প্রশ্নের উত্তরে জানিয়েছে, যেকোনও মেডিক্যাল স্টোরেই কন্ডোম বিক্রি করা হয় ৷ তবে আজকাল অনলাইনেও কন্ডোম কেনা যায় ৷ সেক্ষেত্রে দেখে নিতে হবে, কন্ডোমের প্যাকেজিং তারিখ ও এক্সপায়েরি ডেট!


চতুর্থ প্রশ্ন: কন্ডোম কেনার সঠিক বয়স কোনটি? গুগল জানিয়েছে, কন্ডোম কেনার সেভাবে সঠিক কোনও বয়স নেই ৷ অর্থাৎ সেভাবে কোনও দেশেই কোনওরকম আইন নেই ৷ তবে দেখা গিয়েছে, মেডিক্যালে স্টোরে খুব কমবয়েসি ছেলেদের অর্থাৎ আঠারোর নিচে থাকা পুরুষদের কন্ডোম দেওয়া হয় না ৷ কিংবা বাঁকা চোখে তাকানো হয় ৷