এসে গিয়েছে দোল৷ রং খেলতে তৈরি সবাই৷ কিন্তু কোন জামা পরে রং খেলা যায়? এবারেও কি দোল খেলার জন্য আলমারী থেকে সবচেয়ে পুরানো জামাটা টেনে বের করার কথা ভাবছেন? বা একঘেয়ে পুরোনো সাদা টি শার্ট?
2/ 11
এসব ছেড়ে এবছর হোলি হয়ে উঠুক ফ্যাশন স্টেটমেন্টের দিন৷ হোলিতে আপনার সাজ নজর কাড়বে সকলের ৷ কীভাবে নিজেকে সাজিয়ে তুলবেন রঙের উৎসবে? শিখে নিন বলিতারকাদের থেকে
3/ 11
রং খেলার জন্য সবচেয়ে আদর্শ হল সাদা পোশাক বেছে নেওয়া৷ শাড়ি যদি আপনার প্রিয় হয় তবে শিল্পার মতো পরুন সাদা শাড়ি৷
4/ 11
দোলের সাজে একটু পশ্চিমী ছোঁয়া দিতে চাইলে ভূমি পেডনেকারের মতো অফশোল্ডার এই ধরনের পোশাক পরতে পারেন৷
5/ 11
স্কাল্পটেড সাদা গাউনে অপূর্ব সুন্দরী মালাইকা৷
6/ 11
হোলিতে সাদা শাড়ির বিকল্প আর কিছু হয় না৷ কিয়ারা আডবাণী মতো পরে ফেলুন সাদা শাড়ি, সঙ্গে মানানসই হালকা গয়না
7/ 11
ফ্যাশন আর আরাম, এই দু'য়ের আদর্শ মিশেল হবে বিদ্যা বালানের মতো এই ধরনের মিডি ড্রেস
8/ 11
সাদা শাড়ি ব্লাউজে ঠিক যেন শুভ্রতার প্রতীক আলিয়া ভাট
9/ 11
সাদা শাড়িতে যদি থাকে ইন্ট্রিকেট বর্ডার, তবে তার সৌন্দর্য অন্য রূপ পায়৷ বাণী কাপুরের মতো বেছে নিতে পারেন হাল ফ্যাশনের সাদা শাড়ি
10/ 11
শুধু শাড়ি কেন, কুর্তা আর স্কার্ট পরেও আপনি হতে পারেন অনন্যা৷ সোনাক্ষীর মতো সাদা স্কার্ট সঙ্গে কুর্তা বেছে নিন
11/ 11
হোলির সাজেও আসতে পারে বস লেডি অবতার৷ বেছে নিন রাকুলের মতো সাদা প্যান্ট-স্যুট৷
Holi 2023: কেমন পোশাক পরে দোল খেললে সকলের নজর কাড়বেন? শিখে নিন বলি তারকাদের থেকে
এসে গিয়েছে দোল৷ রং খেলতে তৈরি সবাই৷ কিন্তু কোন জামা পরে রং খেলা যায়? এবারেও কি দোল খেলার জন্য আলমারী থেকে সবচেয়ে পুরানো জামাটা টেনে বের করার কথা ভাবছেন? বা একঘেয়ে পুরোনো সাদা টি শার্ট?