হিন্দি টেলিভিশনের অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় হিনা খান। অভিনয়ই শুধু নয়। নিজের ফ্যাশনিস্তা অবতারে বার বার মুগ্ধ করেছেন তিনি। এবার এই বোল্ড লুকে ফ্যাশনিস্তা ধরা দিলেন। কালো রঙের লেস দেওয়া ড্রেসের সঙ্গে তাঁর এই মেক আপ চোখে পড়ার মতো। কালো স্বচ্ছ ড্রেসে প্রায় উন্মুক্ত উর্ধ্বাঙ্গ। লম্বা স্লিট ড্রেসে স্পষ্ট পদযুগল। মুখে নেই কোনও মেদ। নেই ডাবল চিন। হিনার টানটান ধারালো চোয়াল স্পষ্ট এই ছবিতে। স্পষ্ট টোনট চেহারা। হিনা যে সত্য়িই ফ্যাশন ডিভা তা বলতেই হয়। টিউব ড্রেসে স্পষ্ট হিনা খানের ক্লিভলাইন। পারদ চড়েছে মুহূর্তে। ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় ও বিগবস থেকে জনপ্রিয়তা পান হিনা খান। কান চলচ্চিত্র উৎসবে এই লাল রঙের অফ শোল্ডার গাউনে উষ্ণতা বাড়িয়েছেন হিনা। কান রেড কার্পেটে প্রতিবারই নজর কাড়েন ফ্যাশনিস্তা। বিগবসের ঘরেও তাঁর স্টাইল স্টেটমেন্ট ছিল আলোচ্য বিষয়।