হিন্দি টেলিভিশন অভিনেত্রীদের মধ্যে ফ্যাশনিস্তা হলেন হিনা খান। স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে কী ভাবে এক নম্বরে থাকতে হয়, তা তাঁর জানা। এবার পার্পল রঙের কো অর্ড সেটে হিনা খান পারদ চড়ালেন। বোঝা গেল আবার, তিনি সত্যিই ফ্যাশন পছন্দ করেন। উন্মুক্ত পিঠে নামমাত্র কাপড়। সঙ্গে স্ট্রাইপড প্যান্ট। হিনার লাস্যে হইচই নেট পাড়ায়। কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটেও স্টাইলের জন্যই নজর কেড়েছিলেন হিনা খান। অলস দিনের অবসর যাপন। হিনার ত্বন্বী চেহারায় মজেছে নেটিজেন। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। ছোট পর্দায় নিজেকে আটকে রাখেননি তিনি। আর তাই কান চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছেন। চোখের ভাষাতেও লাস্য। হিনার হট লুকে উঠেছে ঝড়। পোশাকের সঙ্গে মানানসই সাজ ও অ্যাকসেসরিজ বেছে নিয়েছেন অভিনেত্রী। কালো রঙের প্যান্ট স্যুটে বস লেডি লুক হিনা খানের। চোখ ফেরানো মুশকিল। সবুজ রঙের মোনোকিনিতে হিনা খানের শরীরী ঝড়। সাদা রঙের স্লিট গাউনের সঙ্গে স্টিলেটো। পারদ চড়াচ্ছেন ফ্যাশন ক্যুইন। সোনালি রঙের হাই স্লিট গাউনে হিনার এই ফোটোশ্যুট যেন চোখের আরাম। বিগবসেও নজর কাড়েন তিনি। ফার্স্ট রানার আপ হলেও, বিজেতার খ্যাতিকে ছাপিয়ে গিয়েছেন হিনা।