

নেহা কক্কর। জনপ্রিয় গায়িকার বিয়ে নিয়েই মাঝে মধ্যেই খবর শোনা যায়। কয়েক দিন আগেই রিয়েলিটি শোয়ের মাঝখানে উদিত নারায়ণের গোটা পরিবারকে সাক্ষী রেখে আদিত্য নারায়ণকে বিয়ের কথা বলেছিলান নেহা। photo source collected


তবে পরে জানা যায় তা নিছকই এক প্রচার। নেহা ও আদিত্যর মিউজিক ভিডিও-র প্রচার ছিল ওই বিয়ের খবর। তবে এবার ফের শোনা যাচ্ছে তিনি বিয়ে করছেন। photo source collected


সূত্রের খবর, এ মাসের ২৪ তারিখ। অর্থাৎ ২৪ অক্টোবর বিয়ে করছেন নেহা। পাত্র কে ? photo source collected


পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে বিয়ে করছেন নেহা। বেশ কিছু দিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। তবে নেহার বিয়ের খবর শুনে একটু চমকেই উঠেছেন প্রাক্তন প্রেমিক হিমাংশ কোহলি। ২০১৪ থেকে ১৮ পর্যন্ত প্রেম করেছেন তাঁরা। photo source collected


বিয়ের খবরে হিমাংশ জানান, 'আমি জানতাম না নেহা বিয়ে করছে। খুব খুশি হয়েছি। ও জীবনের নিজের ইচ্ছেয় এগিয়ে যাক। তবে অবাক লাগছে আমি কিছুই জানতাম না ওর এই প্রেম সম্পর্কে। আর তাছাড়া আমাদের মধ্যে এখন আর সম্পর্ক নেই। তাই আমাকে নেহার সঙ্গে জড়িয়ে কিছু না বলাই ভালো। ও ভালো থাকুক, এটুকুই চাই।" photo source collected