নিজের পছন্দ-অপছন্দ নিয়ে রাখঢাক করেন না তিনি। এ বারও করলেন না। সম্প্রতি নিজের প্রিয় আটটি ছবির তালিকা দিলেন 'ক্য়ুইন'। দেখে নেওয়া যাক কোন কোন ছবি পছন্দ অভিনেত্রীর।
2/ 9
অ্য়ামাডিয়াস ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড ছবিটি একটি পিরিয়ড-বায়োগ্রাফিকাল ড্রামা। কঙ্গনার পছন্দের এই ছবিতে এসেছিল অ্যাকাডেমি অ্য়াওয়ার্ডসও।
3/ 9
দ্য় শশাঙ্ক রিডেম্পশন মরগ্যান ফ্রিম্য়ান এবং টিম রবিনস অভিনীত এই ছবিটিও রয়েছে কঙ্গনার পছন্দের তালিকায়।
4/ 9
আমেরিকান বিউটি স্যাম মেন্ডেজ পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৯ সালে। কঙ্গনার এই পছন্দের ছবি নিয়ে চর্চা চলে আজও।
5/ 9
পেয়াসা বলিউড থেকে একমাত্র এই কালজয়ী ছবিটি কঙ্গনার পছন্দের তালিকায় জায়গা করেছে। গুরু দত্ত, ওয়াহিদা রহমান, মালা সিনহা অভিনীত এই ছবিটি আজও দর্শক-মনে ছাপ ফেলে।
6/ 9
অ্য়ামোর ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই ফরাসি ছবিটিও রয়েছে কঙ্গনার পছন্দের ছবিটি।
7/ 9
দ্য় সেভেন ইয়ার ইচ বিলি ওয়াইল্ডার পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছিলেন মেরিলিন মনরো, টম ইউয়েল এনং এভলিন কেয়েসের মতো অভিনেতারা।
8/ 9
ইন্টারস্টেলার ২০১৪ সালে ক্রিস্টোফার নোলান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন হলিউডের তাবড় তারকারা।
9/ 9
দ্য় নোটবুক রায়ান গসলিং এবং রেচেল ম্য়াকঅ্য়াডামস অভিনীত এই প্রেমের আখ্য়ান পুরনো হয় না। কঙ্গনার পছন্দের তালিকাতেও রয়েছে এই ছবি।
Kangana Ranaut: প্রকাশ্য়ে কঙ্গনার পছন্দের সেরা ৮ ছবি! তালিকা দেখে লজ্জা পেতে পারে বলিউড
নিজের পছন্দ-অপছন্দ নিয়ে রাখঢাক করেন না তিনি। এ বারও করলেন না। সম্প্রতি নিজের প্রিয় আটটি ছবির তালিকা দিলেন 'ক্য়ুইন'। দেখে নেওয়া যাক কোন কোন ছবি পছন্দ অভিনেত্রীর।
Kangana Ranaut: প্রকাশ্য়ে কঙ্গনার পছন্দের সেরা ৮ ছবি! তালিকা দেখে লজ্জা পেতে পারে বলিউড
পেয়াসা বলিউড থেকে একমাত্র এই কালজয়ী ছবিটি কঙ্গনার পছন্দের তালিকায় জায়গা করেছে। গুরু দত্ত, ওয়াহিদা রহমান, মালা সিনহা অভিনীত এই ছবিটি আজও দর্শক-মনে ছাপ ফেলে।