বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিত ৫০ পার করে আজ ৫১-এ পা রাখলেন ৷ তাঁর জন্মদিনে নেটওর্য়ক 18 এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ৷ মাধুরীকে দেখে আজও মনে হয় অষ্টাদশী সুন্দরী ৷ তাঁর ভুবন ভোলানো মিষ্টি হাসি অগণিত অনুরাগীকে আজও একই রকম ঘায়েল করে ৷ (ছবি সংগৃহীত)
2/ 7
সাজন, খলনায়কের মত সুপারহিট ছবি করে মাধুরী-সঞ্জয় দত্ত কাছাকাছি এসে ছিলেন, গুঞ্জন উঠেছিল তাঁরা রিলেশনশিপে ছিলেন ৷ মাধুরীর বাবা এই সম্পর্ককে মেনে নিতে পরেননি তখন ৷ পরে তাদের ব্রেক আপও হয় ৷ (ছবি সংগৃহীত)
3/ 7
সঞ্জয়-মাধুরী বিচ্ছেদের দুঃখ ভুলতে বেশিদিন সময় লাগেনি ৷ কেননা রাম লক্ষ্মণ, তেজাব, বেটার মত সুপারহিট ছবি কাছাকাছি এনেছিল অনিল কাপুর-মাধুরী দীক্ষিতকে ৷ (ছবি সংগৃহীত)
4/ 7
বিনোদ খান্নার সঙ্গে দয়াবান ছবির সেই লিপলক সিন দর্শকদের মধ্যে তীর্যক ভাবনার সঞ্চার ঘটিয়ে ছিল ৷ ঘনিষ্ঠ মহলে পরে মাধুরী জানিয়েছিলেন এই দৃশ্য়টি তাঁর করা উচিত হয়নি ৷ (ছবি সংগৃহীত)
5/ 7
তাঁর সৌন্দর্য কোনও রকমের উপমা নির্ভর নয় ৷ তিনি নিজেই সৌন্দর্যের ঠিকানা ৷ (ছবি সংগৃহীত)
6/ 7
মাধুরী সব সময়েই চর্চার বিষয় ৷ সব সময়েই সুপারহিট ৷ (ছবি সংগৃহীত)
7/ 7
মাধুরীর ভক্তদের তালিকা অন্যতম মকবুল ফিদা হুসেনও ৷ জানা গিয়েছে মাধুরী-সলমন অভিনীত হাম আপকে হ্যায় কৌন মকবুল ফিদা হুসেন ৬২ বার দেখে ছিলেন ৷ (ছবি সংগৃহীত)