Home » Photo » entertainment » Happy Birthday Mimi: জলপাইগুড়ি থেকে টলিউড, মডেল থেকে সাংসদ... জন্মদিনে ফিরে দেখা মিমি-র ৩৩ বছর
Happy Birthday Mimi: জলপাইগুড়ি থেকে টলিউড, মডেল থেকে সাংসদ... জন্মদিনে ফিরে দেখা মিমি-র ৩৩ বছর
কেরিয়ার ইউটার্ন নেয় ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে! রাতারাতি তুমুল জনপ্রিয়তা পায় 'পুপে', এর পর শুধুই জয় আর জয়... আর পিছনে ফিরে দেখতে হয়নি মিমিকে।
মা ও বাবা দুজনেই এখন কলকাতায়, মায়ের হাতের পায়েস খেয়ে মজাসে কাটছে জন্মদিন। ইতিমধ্যেই এক প্রস্থ কেক কাটা হয়ে গিয়েছে। খাবার তালিকায় অবশ্যই ছিল মিমির প্রিয় পিৎজা ।
4/ 9
জলপাইগুড়িতে জন্ম মিমির। তবে শৈশব কেটেছে অরুণাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে। পরবর্তীতে ফের জলপাইগুড়ির পৈত্রিক বাড়িতেই চলে আসেন তিনি।
5/ 9
জলপাইগুড়িতে একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা শেষ করে কলকাতায় আসেন মিমি। ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হন
6/ 9
গ্ল্যামার দুনিয়ায় মিমি পা রাখেন মডেল হিসেবে। ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন 'চ্যাম্পিয়ন' ছবিতেও
7/ 9
কেরিয়ার ইউটার্ন নেয় ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে! রাতারাতি তুমুল জনপ্রিয়তা পায় 'পুপে', এর পর শুধুই জয় আর জয়... আর পিছনে ফিরে দেখতে হয়নি মিমিকে।
8/ 9
একে একে 'বোঝেনা সে বোঝেনা', 'প্রলয়', 'গল্প হলেও সত্যি', 'বাঙালী বাবু ইংলিশ মেম', 'শুধু তোমারই জন্য', 'এসওএস কলকাতা', 'গ্যাংস্টার', 'টোটাল দাদাগিরি'-সহ একাধিক সধপারহিট ছবি দিয়ে অব্যাহত থাকে মিমির জয়যাত্রা
9/ 9
২০১৯ সালে লোকসভা নির্বাচনে তাঁকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। জিতেও যান তিনি। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের এমপি।