

অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করলেও এটা মেনে নিতে অসুবিধে হয় না যে ধীরে ধীরে মিমি নিজেকে একজন স্টাইল আইকন হিসেবেও প্রতিষ্ঠা করেছেন। আজ তাঁর জন্মদিনে এই দশটি ছবি সেটাই প্রমাণ করে।


নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা যায় না। এটাই বিশ্বাস করেন মিমি। উজ্জ্বল হলুদ রঙের সালওয়ারে তাঁর এই ছবি সেটাই প্রমাণ করে। ফার্স্ট লাভ বলে ক্যাপশনও দিয়েছেন নায়িকা।


সর্ষের ক্ষেতে ধূসর আর কালোর যুগলবন্দীতে মিমির এই প্যান্ট স্যুটের তারিফ না করে থাকা যায় না। মনে পড়ে যাচ্ছে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে (Dilwale Dulhaniya Le Jayenge) ছবির দৃশ্য।


কালো টপের সঙ্গে ম্যাচ করে কালো মাস্ক পরেছেন তিনি। বোঝাই যাচ্ছে মাস্ক নির্বাচনের ক্ষেত্রেও সচেতন তিনি।


নেতাজি সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) জন্মদিনে এই ছবি পোস্ট করেছিলেন তিনি। একজন সাংসদ হিসেবেও তাঁর কিছু দায়িত্ব আছে।


বারনি স্যানডার্সকে (Bernie Sanders) নিয়ে যে মিমগুলো হয়েছিল, সেখানেও যোগদান করেছেন মিমি। তাঁর এই লাল পোশাক যেন উষ্ণতা আরও বাড়িয়ে দিয়েছে।


রিপাবলিক ডে0তে হাতে জাতীয় পতাকা নিয়ে এই ছবি দিয়েছিলেন মিমি। তিনি দেশবাসীর কাছে আবেদন করেন এই দিনটির গুরুত্ব বোঝার জন্য। একজন মানুষের কাছে সততার গুরুত্ব অনেকটাই বলে মনে করেন তিনি।


কলকাতায় শীত অল্প। তবু সেটাও ভালো উপভোগ করেছেন তিনি। সাদা সোয়েটারে স্নিগ্ধ হাসনুহানার মতো লাগছে তাঁকে।


মিমির সাজ আর ফ্যাশন সেন্স দেখে মনে হয় তিনি হয়তো কিম কার্দাশিয়ানকে (Kim Kardashian) অনুসরণ করেন। তবে তার মধ্যেও মিমির নিজস্ব ফ্যাশন সেন্স উজ্জ্বল।