‘রব নে বানা দি জোড়ি’ ছবির সূত্রপাত হয় দুর্ঘটনায় হবু বরের মৃত্যুর পর খোলসে ঢুকে যাওয়া তরুণী ‘তানি’র সঙ্গে অল্প কথা বলা ‘সুরিন্দর’-এর বিয়ে দিয়ে। পরিস্থিতির চাপে অপরিচিত একজনের সঙ্গে বিবাহবন্ধনে আটকে পড়া ‘তানি’-কে মুগ্ধ করার জন্য কীভাবে ‘সুরিন্দর’ নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে সেই নিয়েই এই ছবির কাহিনি। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত এই সিনেমা।