রেড কার্পেটে কালো গাউন, গ্রামি অ্য়াওয়ার্ডের আকর্ষণ হয়ে উঠেছিলেন লেডি গাগা। (Image: Instagram) কালো গাউনে মাতিয়েছেন দুয়া লিপ্পাও। (Image: Instagram) নিকোল ফেলিসিয়ার বলরুম-স্টাইলের গাউনে ক্রিসি টেগেন লাগছিলেন পুতুলের মতো মিষ্টি। (Image: Instagram) অ্য়ানিম্য়াল প্রিন্ট রবার্তো কাভালি পোশাকে মেগান থি স্ট্যালিয়নকে লাগছিল উষ্ণ ও আবেদনময়ী। (Image: Instagram) জাস্টিন বিবার পরেছিলেন ব্যালেন্সিয়াগা স্যুট। তাঁর স্ত্রী হেইলি বিবারের পরনে ছিল অফ-শোল্ডার সাদা পোশাক। (Image: Instagram)