বিরাট কোহলি থেকে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, করিনা কাপুর খান থেকে ফারহান আখতার প্রেমের জোয়ারে ভাসালেন সঙ্গীকে
বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, নেহা কক্করের ভ্যালেন্টাইন্স ডের ছবি সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে


আমার প্রতিদিনের প্রতি মুহূর্তের ভ্যালেন্টাইন, নতুন মা অনুষ্কা শর্মা স্বামী বিরাট কোহলির সঙ্গে একটি দুর্দান্ত পোস্ট ফেয়ার করেছেন ৷ আজকের এই দিনটি নেহাৎই বড় নয় কিন্তু সূর্যাস্তের সময়ের ছবিটি এক আলাদা মাত্রা যোগ করেছে, স্ত্রীর পোস্টে স্বামীর প্রতিক্রিয়া ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


১৪ ফেব্রুয়ারি প্রেমের দিন ৷ সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রেমের জোয়ারে ভাসাতে আসে ভ্যালেন্টাইন্স ডে ৷ সহ্গীর প্রতি নিখাদ ভালবাসা প্রদর্শনই দিনটি আরও গুরুত্বপূর্ণ করে তোলে ৷ প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সঙ্গী নিকের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লিখলেন আমার চিরকালের ভ্যালেন্টাইন, আমি তোমাকে ভালবাসি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


করিনা কাপুর খান স্বামী সইফ আলির উদ্দেশ্যে লিখেছেন যেকোনও কিছুর থেকেই ভালবাসি তোমাকে, আমার ভ্যালেন্টাইন অনেক ভালবাসা রইল, #HappyValentinesDay" ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


আজ, আগামিকাল ও সারা জীবন ধরেই তোমাকে ভালবাসি ৷ ফারহান আখতার তাঁর বান্ধবী শিবানী দান্ডেকরের উদ্দেশ্যে লিখেছেন এই গুরুত্বপূর্ণ কথাগুলি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


রাজকুমার রাও তাঁর বান্ধবী পত্রলেখার উদ্দেশ্যে লিখেছেন শুভ ভ্যালেন্টাইন্স ডে ৷ রাজকুমার রাও লিখেছেন 'আমাকে পরিপূর্ণ করার জন্য অনেক ধন্যবাদ ৷' ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


নেহা কক্কর তাঁর স্বামী রোহণপ্রীত কৌরের উদ্দেশ্যে লিখেছেন টআমার ভ্যালেন্টাইন সব থেকে বড় উপহার আমাকে দিয়েছেন, এতটাই ভালবাসা দিয়েছে বেবি, তিনি জিজ্ঞাসা করেছিলেন বেবি পেন হয়েছে কি? উত্তর এসেছিল না ৷' ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


শিল্পা শেট্টি কুন্দ্রা একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে দেখতে পাওয়া যায় স্বামী রাজ কুন্দ্রার উদ্দেশ্যে তিনি লিখেছিলেন আমি তোমার রঙে নিজেকে রাঙিয়েছি ৷ তোমার হয়েই সারাটা জীবন কাটাব, সব কিছু তোমার আজ প্রর্যন্ত যা যা আমার ৷ তুমি প্রতিদিনই আমার ভ্যালেন্টাইন ৷ তবুও আজ তোমাকে জানাচ্ছি শুভ ভ্যালেন্টাইন্স ডে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


গ্যাব্রিয়েলা ডিমেট্রিডেস একটি ছবির সিরিজ পোস্ট করেছেন যেখানে সঙ্গী অর্জুন রামপাল ও তাঁর স্বামী লিখেছেন ভালবাসার দিন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


ভ্যালেন্টাইন্স ডের পোস্ট স্বামী আনন্দ আহুজার সমর্থনে লিখেছেন ৷ সপ্তাহে ৫দিনই তাঁর সঙ্গে সময় কাটিয়েছেন ৷ লন্ডনে ওয়ার্ক ফ্রম হোমের সময়ে থাকে আরও কাছ থেকে দেখেছেন ৷ তাঁর অত্যন্ত সুন্দরী সঙ্গীর জন্য বিশেষ দিনের বিশেষ ভালবাসা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷