টলিউডে জোর গুঞ্জন ৷ সেই পুজোর প্রায় আগে থেকেই ধীরে ধীরে যে খবর জমছিল, তা এখন স্পষ্ট ৷ ফের শ্রাবন্তীর সংসারে চিড় লাগার ইঙ্গিত৷ আর এই ইঙ্গিতে সায় দিলেন খোদ শ্রাবন্তীর স্বামী রোশন ৷ তবে তিনিও পুরো ব্যাপারটা স্পষ্ট করে না বলে, হালকা করে ছুঁয়ে গেলেন ৷Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
শ্রাবন্তীর প্রোফাইলে রোশেনর সঙ্গে শেষ শেয়ার হওয়া ছবি যেটা রয়ে গেছে সেটা ২০১৯-র ৯ অক্টোবরের৷ এরপর আর কোনও ছবি নিজের তৃতীয় স্বামীর সঙ্গে সোশ্যাল হ্যান্ডেল শেয়ার করেননি শ্রাবন্তী৷ অথচ নিজের ছেলে ও পেশাগত জগতের বন্ধুদের সঙ্গে নিয়মি ছবি আপলোড করেন৷ Photo Courtesy- Srabanti Chatterje/ Instagram