

IPL 2020 - এখনও অবধি সবথেকে খারাপ পারফরম্যান্স চেন্নাই সুপার কিংসের৷ এই মুহূর্তে তারা লিগ টেবলের আট নম্বরে রয়েছে৷ দলের এতটা খারাপ পারফরম্যান্সের অন্যতম কারণ এবারের আইপিএলে রায়নার না খেলা৷ তিনি দলের সঙ্গে খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে গেলেও পারিবারিক কারণে টুর্নামেন্ট শুরুর আগেই তাঁকে দেশে ফিরে আসতে হয়৷ এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি৷ সম্প্রতি কপিল শর্মা শো-তে এসে নিজের জমাটি প্রেম কাহিনীর গল্প তুলে ধরলেন৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা চৌধুরিও৷ Photo- Collected


বাইশ গজে সুরেশ রায়নার পারফরম্যান্সের সঙ্গে সকলেই ওয়াকিবহাল৷ তবে প্রেম দুনিয়াতেও যে তাঁর কামাল পারফরম্যান্স সেটা অনেকেই জানতেন না ৷ আর এদিন সেটাই নিজের মুখে বয়ান দিলেন রায়না৷ প্রিয়াঙ্কাকে প্রপোজ করতে ৪৫ ঘণ্টার বিমানযাত্রা করেছিলেন ভারতের তারকা ক্রিকেটার৷ Photo- Collected


প্রিয়াঙ্কা -সুরেশ রায়নার কোচের মেয়ে ছিলেন৷ ছোট বেলা থেকেই একে অপরকে চিনতে রায়না ও প্রিয়াঙ্কা৷ কিন্তু একটা সময়ে আট বছর একে অপরের সঙ্গে তাঁদের দেখাও হয়নি৷ কারণ সে সময় রায়না জাতীয় দলের জার্সি গায়ে খেলছিলেন আর প্রিয়াঙ্কা বিদেশে ছিলেন কর্মসূত্রে৷ Photo- Collected


তাহলে কী করে বিয়ে হল ২ জনের৷ এই প্রশ্নের উত্তরেই জানা গেছে চাঞ্চল্যকর প্রেমের দুরন্ত গল্প৷ প্রিয়াঙ্কাকে বিয়ে করার প্রস্তাব নিজের কোচকে দিয়েছিলেন সুরেশ রায়না৷ তিনি রাজি হয়েছিলেন সহজেই৷ তবে বেঁকে বসেছিলেন প্রিয়াঙ্কাই৷ তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি এত দূর থেকে এত বড় সিদ্ধান্ত এভাবে নিতে পারবেন না! প্রিয়াঙ্কা যখন রায়নাকে দেখা করতে আসতে বলেছিলেন তখন তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন আর প্রিয়াঙ্কা ছিলেন ব্রিটেনে৷ Photo- Collected


সুরেশ রায়না জানিয়েছেন তিনি প্রিয়াঙ্কার ডাকে সাড়া দিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন৷ ৪৫ ঘণ্টার ফ্লাইটে চেপে চলে গিয়েছিলেন তিনি৷ তবে এটাই নাকি তাঁর জীবনের সেরা ফ্লাইট ছিল৷ Photo- Collected