

মালাইকা অরোরা -যেন যৌবনের প্রতিশব্দ৷ তাঁর এক একটা ছবি বাজারে আসা মানেই ফ্যানদের হৃদয়ের ধুকপুকুনি কয়েক গুণ বেড়ে যাওয়া ৷ কিন্তু এবার মালাইকার ছবিতে খুঁত পেলেন নেটিজেনরা৷ তাঁদের চোখে ঠিক ধরা পড়ে গেল শরীরের গোপন অংশের একটা খুঁত৷ Photo Courstey- Instagram


মালাইকা আরোরা -র ছবি ফের সুপার ভাইরাল৷ বয়সের কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে৷ কিন্তু রূপ দেখে কে বলবে৷ এবারের ছবি দেখে নেটিজেনদের চোখ একেবারে ধাঁধা লাগিয়ে দিচ্ছে৷ Photo- Instagram


মালাইকার জিম লুক অত্যন্ত পপুলার৷ সুপার হট নায়িকার চাবুক শরীর দেখতে সকলেরই দিব্য লাগে৷ কিন্তু রিসেন্ট এই জিম লুকের ছবিটা দেখতে গিয়েই নেটিজেনরা গসিপের (Gossip)-র খনি খুঁজে পেয়েছেন৷ Photo Courstey- Instagram


চাবুক ফিগারে হায় হায় কী অবস্থা ৷ তাঁর ওই অপূর্ব কটিদেশে নাকি স্ট্রেচমার্কস ভর্তি!Photo Courstey- Instagram


মালাইকার নতুন জিম আউট ফিট সুপার ভাইরাল হয়েছে৷ সাদা স্যান্ডো গেঞ্জি, মুখে কালো মাস্ক৷ নিচে ডেনিমের কাটা হট প্যান্ট৷ প্যান্ট ও গেঞ্জি দুটির মধ্যে দিয়ে বেরিয়ে আছে অন্তর্বাস৷ Photo- Instagram