

•দিওয়ালি উপলক্ষ্যে অঙ্কিতা লোখান্ডের পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ ভিকি জৈনের সঙ্গে তাঁর ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন, এত তাড়াতাড়ি সুশান্তকে ভুলে গেলেন!


•সুশান্তের মৃত্যু কীভাবে, সেই উত্তর এখনও স্পষ্ট হয়নি৷ জাস্টিস ফর এসএসআর (Justice for SSR) নিয়ে একসময় লড়েছেন অঙ্কিতা৷ সোশ্যাল মিডিয়ায় বারবার দাবি জানিয়েছেন প্রাক্তন প্রেমিকের মৃত্যুর কারণ জানতে৷ তবে বেশ কিছুদিন ধরে এই ব্যাপারে তিনি চুপ৷ নেই কোনও পোস্টও৷ দাবি নেটাগরিকদের৷


•এরই মধ্যে বর্তমান প্রেমিক ভিকির সঙ্গে অঙ্কিতার মাখোমাখো পোস্ট দেখে নেটিজেনরা তুললেন প্রশ্ন৷ তাঁর ছবিতে প্রচুর কমেন্ট এসেছে৷ এবং সবটাই খুব নেতিবাচক৷ কমেন্টে লেখা হয়, ছবি দেখে মনে হচ্ছে, আপনিও ভুলে গেলেন সুশান্তকে৷ সবটাই নাটক ছিল৷


•তবে অনেকে আবার তাঁর অনুরোধ করেছেন সুশান্ত সিং রাজপুতকে পুরোপুরি ভুলে না যেতে৷ কেউ লিখেছেন যে, আপনাকে দেখলে সুশান্তের কথা মনে পড়ে৷ পবিত্র রিস্তার যেন কখনও না ভাঙে৷


•১৪ জুন মৃত্যু হয় বলি তারকা সুশান্ত সিং রাজপুতের৷ তাঁর মৃত্যুর কারণ অনুসন্ধানে জল অনেক দূর গড়ায়৷ চলে তদন্ত৷ ওঠে জাস্টিস ফর সুশান্তের দাবি৷ গর্জে ওঠেন সুশান্ত ভক্তরা৷ যদিও ধীরে ধীরে সেই আন্দোলনের তেজ কমেছে৷