বলিউডে থেকে তিনি বিদায় নিয়েছেন, এবার মুম্বইয়েও তাঁর মায়ের বাৎসরিক কাজ করতে চান না খুশি-জাহ্নবীও ৷ তাই তো শ্রীদেবীর বাপের বাড়িকেই ওরা বেছে নিয়েছেন মায়ের কাজের জন্য৷ হয়ত যেভাবে প্রতিষ্ঠিত মানুষজন শ্রীদেবীর মৃত্যু নিয়ে চর্চা করেছিলেন, তাই হয়ত এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁর পরিবার ৷ বা বনি-শ্রীর বিয়ে নিয়ে খুব একটা খুশি ছিল না কাপুর পরিবার, তাই হয়ত এমন সিদ্ধান্ত নিয়েছেন শ্রীদেবীর মেয়ে ও স্বামী ৷ তবে শোনা যাচ্ছে এই বাৎসরিক কাজে অনিল কাপুরের স্ত্রী যাবেন ৷ Photo Collected