শ্রাবন্তী -র তৃতীয় বিয়ে এখন একেবারেই ঠিকঠাক জায়গায় এই গুঞ্জনে র আগুনে ঘি ঢেলেছেন খোদ তাঁর স্বামী রোশন৷ তাও প্রায় মাস দুয়েক হতে চলল সেই গুঞ্জনের ৷ এবার ফের একবার নিজেই তাঁর সঙ্গে সম্পর্কের ওঠানামা নিয়ে জল্পনায় নিজেই ঘি ঢাললেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
রোশনের ইনস্টাগ্রাম স্টেটাসে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি৷ যেটা তাঁর সঙ্গে কারোর চ্যাট- যেখানে বাংলায় কথোপকথন চলছে৷ প্রথমজন লিখেছেন, ‘এখন টেক্সট দিও না, গেমস খেলছি।’ প্রত্যুত্তরে ওপার থেকে একের পর এক মেসেজ এসেছে। তাতে স্পষ্ট যে কেউ প্রথমজনের সঙ্গে কথা বলতে চাইছেন। সেই মেসেজগুলি হল - ‘ওকে। খেল তুমি। ভালো মতো খেলা। দিলাম না টেক্সট। থাকো ভালো তুমি। আমার কি। আমরা কিছুই না।ভালো মতো খেল। যাই আমি। থাইকা (থেকে) কী হবে। বাই।’ - Photo / Courtesy- RoshanSingh/ Instagram Handle
যেহেতু রোশন প্রথমে জানিয়েছিলেন পুজোর সময় থেকে শ্রাবন্তীর থেকে আলাদা থাকছেন তিনি, তারপরেই সংবাদমাধ্যম,,ফ্যান সকলরেই তাঁদের ব্যক্তিগত জীবনের সমীকরণ নিয়ে আগ্রহ চরমে তাই সেই গসিপ নিয়ে খোঁচা দেওয়ার জন্য আবার একটি কার্টুন শেয়ার করেছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী৷ Photo / Courtesy- RoshanSingh/ Instagram Handle