তাঁর জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন পুরুষ এসেছেন৷ প্রথমে রাজীব, তারপর কিষণ, তারপর রোশন৷ কেউই দীর্ঘস্থায়ী হননি৷ তবে একজন পুরুষ তাঁর জীবনে সবসময়ের জন্য প্রিয়তম জায়গায় সে তাঁর ও রাজীবের ছেলে ঝিনুক তথা অভিমন্যু চট্টোপাধ্যায়৷ ছেলের সঙ্গে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Instagram
এক বছর আগে কড়বা চৌথের দিনে এই ছবি পোস্ট করেছিলেন টলিউডের সেলিব্রিটি নায়িকা শ্রাবন্তী৷ একেবারে রীতি মেনে কড়বা চৌথে যা করতে হয় ঠিক সেভাবেই দেখা গেছিল শ্রাবন্তী-রোশন জুটিকে৷নায়িকার সোশ্যাল হ্যান্ডেলেই এই ছবি দেওয়া রয়েছে৷ এয়ো স্ত্রী-র সব চিহ্ন শরীরে ধারণ করে স্বামী সোহাগিনী শ্রাবন্তী৷ রোশনের হাতে ধরা জলের গ্লাস ৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
শুধু এই ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি শ্রাবন্তী৷ তিনি আরও একটি পোস্টে স্বামীকে পাশে নিয়ে ছবি দিয়েছিলেন৷ যেখানে স্ট্যাটাসে তিনি লিখেছিলেন কীভাবে তাঁর স্বামী তাঁর জন্য নিরম্বু উপবাস রেখেছিলেন৷ কিন্তু একবছর আগের এই রঙিন ছবি আজ গুঞ্জনের জেরে ধূসর৷ Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
টলিউডে জোর গুঞ্জন ৷ সেই পুজোর প্রায় আগে থেকেই ধীরে ধীরে যে খবর জমছিল, তা এখন স্পষ্ট ৷ ফের শ্রাবন্তীর সংসারে চিড় লাগার ইঙ্গিত৷ আর এই ইঙ্গিতে সায় দিলেন খোদ শ্রাবন্তীর স্বামী রোশন ৷ তবে তিনিও পুরো ব্যাপারটা স্পষ্ট করে না বলে, হালকা করে ছুঁয়ে গেলেন ৷Photo Courtesy- Srabanti Chatterjee/ Facebook Account
শ্রাবন্তীর প্রোফাইলে রোশেনর সঙ্গে শেষ শেয়ার হওয়া ছবি যেটা রয়ে গেছে সেটা ২০১৯-র ৯ অক্টোবরের৷ এরপর আর কোনও ছবি নিজের তৃতীয় স্বামীর সঙ্গে সোশ্যাল হ্যান্ডেল শেয়ার করেননি শ্রাবন্তী৷ অথচ নিজের ছেলে ও পেশাগত জগতের বন্ধুদের সঙ্গে নিয়মি ছবি আপলোড করেন৷ Photo Courtesy- Srabanti Chatterje/ Instagram